শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

নামেই বিরতিহীন বনলতা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

নামেই বিরতিহীন বনলতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী তানিয়া সুলতানা। বনলতা এক্সপ্রেসে চড়ে কমলাপুর থেকে তিনি রাজশাহী এসেছেন। ট্রেনটি দুপুর ১টা ১৫ মিনিটে ছাড়ার কথা থাকলেও ছেড়েছে ৩টার কিছু আগে। রাজশাহীতে পৌঁছে রাত সাড়ে ৮টায়। প্রায় সাড়ে তিন ঘণ্টা বিলম্বে সেটি রাজশাহীতে পৌঁছায়। তানিয়া সুলতানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঢাকা থেকে আসার সময় ট্রেনটি সাত জায়গায় থেমেছে। ক্রসিংয়ের কারণ ছাড়াও ধীরগতিতে চলেছে ট্রেনটি।    শুধু তানিয়া সুলতানা নয়, এরকম ক্ষোভ আরও অনেক যাত্রীর। ঢাকঢোল পিটিয়ে চালু করা বনলতা এক্সপ্রেস এখন যাত্রীদের কাছে নামেই ‘বিরতিহীন’ হয়ে পড়েছে। প্রথম কয়েকদিন বিরতি ছাড়াই চলাচল করে ট্রেনটি। তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরাও। তবে সপ্তাহ না যেতেই ট্রেনটি নির্দিষ্ট স্টেশন ছাড়াই বিভিন্ন স্থানে যাত্রাবিরতি করতে শুরু করে বলে অভিযোগ করেন যাত্রীরা। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ বলেন, ‘হয়তো দু-এক দিন কিছু সময় দেরি করতে পারে। এখন গতি কমিয়ে দেওয়ার কারণে কিছুটা বেশি সময় লাগছে। তবে নির্ধারিত স্টেশনেই থামে বনলতা। এ নিয়ে আমাদের কাছে কোনো যাত্রী এখনো অভিযোগ করেনি। কেউ যদি অভিযোগ করে, তবে খোঁজখবর নিয়ে দেখা হবে।’

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর