রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) প্যাথলজি বিভাগ অসৎ উদ্দেশে নানা কায়দায় ভোগান্তিতে ফেলছে রোগীদের। ভোগান্তি এড়াতে রোগীরা ছুটছেন বাইরের ডায়াগনস্টিক সেন্টারে। আবার গত ১৪ বছর ধরে চলছে একটিমাত্র মেশিন দিয়ে। বায়োকেমিক্যাল অটো অ্যানালাইজার মেশিনটি যেন ধুঁকছে বয়সের ভারে। মান্ধাতা আমলের এই মেশিনটি মাঝে মধ্যেই বেঁকে বসছে। আর এই সুযোগে দালালদের উপদ্রবও বাড়ছে হাসপাতালে। কোনো রোগীর পরীক্ষার কথা বললেই ওত পেতে থাকা দালালরা ছোবল মেরে রোগীর স্বজনদের হাত থেকে কাগজ নিয়ে যাচ্ছে। এরপর তাদের পছন্দমতো ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে বাড়তি টাকায় পরীক্ষা করাতে বাধ্য করছে। এভাবে অর্থ আদায়ের একটি চক্রও তৈরি হয়েছে এই হাসপাতালে। রামেক হাসপাতাল সূত্র মতে, এই হাসপাতালে গড়ে প্রতিদিন বহির্বিভাগ ও চিকিৎসাধীন মিলে প্রায় ১৫০ জন রোগী আসেন নানা রোগ পরীক্ষার জন্য। চিকিৎসাধীন বেশির ভাগ রোগীই হাসপাতালের প্যাথলজি বিভাগে যান চিকিৎসকের দেওয়া পরীক্ষা-নিরীক্ষা করাতে। কিন্তু একটা মাত্র অটো অ্যানালাইজার মেশিনটি রোগীদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। ফলে চিকিৎসাধীন রোগীদের পরীক্ষা করাতেও বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়ে যাচ্ছে টেনে-হেঁচড়ে। কারণ অনেক রোগীর হেঁটে চলার শক্তি থাকে না। আবির হোসেন নামের এক রোগী অভিযোগ করেন, ‘হাসপাতালের প্যাথলজি বিভাগে যে পরীক্ষা ১৫০-৩০০ টাকায় করা যায়, সেই পরীক্ষা বাইরের ডায়াগনস্টিক সেন্টারে করাতে হচ্ছে ৮০০ থেকে দুই হাজার টাকায়।’ প্যাথলজি বিভাগে দায়িত্বরত কর্মকর্তা মাহবুব আলম বলেন, ‘আগে বেশির ভাগ রোগ পরীক্ষার রিয়েজেন্ট থাকত। এখন অনেক পরীক্ষার রি-এজেন্ট রামেক হাসপাতালের পাওয়া যায় না। ফলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা সেসব পরীক্ষা করতে পারছি না। আবার অটো অ্যানালাইজার মেশিনটি অনেক পুরনো। এটিও সবসময় ঠিকমতো কাজ করে না। মাঝে মধ্যেই বন্ধ হয়ে যায়।’ আরেক কর্মকর্তা মোস্তাক হোসেন বলেন, ‘প্যাথলজির একটা মেশিন ৫ বছর সর্বোচ্চ ভালো সার্ভিস দেয়। এরপর থেকে নানা সমস্যা দেখা দেয়। কিন্তু আমাদের মেশিনটি চলছে ১৪ বছর ধরে। ফলে এখানে সমস্যা লেগেই থাকছে।’ হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস খায়রুল আলম বলেন, ‘পুরনো মেশিনটির কারণে নানা সমস্যা হচ্ছে। তবে আমরা চেষ্টা করছি আরেকটি নতুন মেশিন আনার। নতুন মেশিন বসলেই এই সমস্যা থাকবে না।’
শিরোনাম
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
রামেক হাসপাতালের প্যাথলজিতে ভোগান্তি
দালালদের দৌরাত্ম্যে অতিষ্ঠ রোগী ও স্বজনরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর