সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেছেন, দেশময় যখন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন চলছে সে সময় মাথার ওপরে শকুন ঘুরছে আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য। এবার টার্গেট করা হবে শেখ হাসিনাকে। শামীম ওসমান শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। শামীম ওসমান আরও বলেন, আবার যদি ১৫ আগস্টের মতো কিছু হয়, দেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। তিনি বলেন, খুব তো ঘটা করে সারা দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হচ্ছে। তাহলে পঁচাত্তরের যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো সেদিন আমরা কোথায় ছিলাম? সেদিন এভাবে জেগে উঠতে পারিনি কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সেদিন রাস্তায় বের হতে পারল না কেন? এই প্রশ্নগুলো তো আসতেই পারে। অনেকে এটাকে অন্যভাবে নেন। আসল কারণ হচ্ছে, আমরা একটু অপ্রস্তুত ছিলাম। আমরা বিশ্বাস করতে পারিনি। পাকিস্তানি বাহিনী যাকে স্পর্শ করার সাহস পায়নি তাকে এই দেশেই মাত্র সাড়ে তিন বছরের মাথায় মেরে ফেললাম। বঙ্গবন্ধুকন্যা বেঁচে না থাকলে হয়তো বঙ্গবন্ধু রাষ্ট্রদ্রোহী আর মুক্তিযোদ্ধাদের রাজাকার হিসেবে সাজা হতো। শামীম ওসমান বলেন, সত্যিকার মুক্তিযোদ্ধার চেয়ে দুই নম্বরী মুক্তিযোদ্ধারা ভালো অবস্থানে রয়েছেন। ’৭১ সালে যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা ছিলেন তারা এখন ঠিকমতো খেতেও পান না। অথচ নামধারী মুক্তিযোদ্ধারা অঢেল সম্পদের মালিক। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান।
শিরোনাম
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
মাথার ওপর শকুন ঘুরছে আরেকটা ১৫ আগস্ট ঘটানোর জন্য
-শামীম ওসমান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর