রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

২ কোটি ১০ লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ২ কোটি ১০ লাখ শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়। বিশ্ব ইজতেমার কারণে গাজীপুরে ২৫ জানুয়ারি এ কর্মসূচি পরিচালনা করা হবে। স্বাস্থ্য অধিদফতর জানায়, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চঘাট, বিমানবন্দর, ফেরিঘাট, ব্রিজ টোল প্লাজা ও খেয়াঘাটগুলোয় ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, ধর্মীয় প্রতিষ্ঠান, ছাত্র-শিক্ষকসহ সবার সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ীসহ অতিরিক্ত আরও ২০ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। চিকিৎসকরা জানান, ভিটামিন এ ক্যাপসুলের ফলে শিশুরা রাতকানা রোগ থেকে রক্ষা পায়। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ডায়রিয়া, আমাশয়, কলেরা, নিউমোনিয়াসহ অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। শিশুদের ভরা পেটে এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর