রবিবার, ১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ হলো আইসিসিবির চার প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বিপুল দর্শনার্থী সমাগমে শেষ হলো ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হওয়া পোশাকশিল্পের চার আন্তর্জাতিক প্রদর্শনী। গত শুক্র ও শনিবার ছুটির দিনে মেলা প্রাঙ্গণ ছিল লোকে-লোকারণ্য। অধিকাংশই ছিলেন স্থানীয় পোশাকশিল্পের উদ্যোক্তা। আধুনিক প্রযুক্তির খোঁজে ঢাকা ছাড়াও অন্যান্য জেলা থেকে আসেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। আশাতীত দর্শনার্থীর উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। এ ব্যাপারে প্রদর্শনীর তিন আয়োজক প্রতিষ্ঠানের একটি ‘জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল’র প্রধান নির্বাহী কর্মকর্তা টিপু সুলতান ভুঁইয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, মেলায় যে পরিমাণ দর্শনার্থী আশা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি এসেছেন। সারা দেশ থেকেই এসেছেন। মেলাতেই অনেক প্রতিষ্ঠান পণ্য ক্রয়-বিক্রয়ে চুক্তি করেছে। দেশি-বিদেশি সব এক্সিভিটর সন্তোষ প্রকাশ করেছেন। এক ছাদের নিচে সব ধরনের মেশিনারি ও প্রযুক্তি দেখার সুযোগ মেলায় প্রদর্শনীতে দর্শনার্থী সমাগম বেশি হয়েছে। গত বুধবার আইসিসিবিতে শুরু হওয়া ‘গার্মেন্টেক বাংলাদেশ-২০২০’, ‘১১তম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার-২০২০’, ‘১১তম গ্যাপ এক্সপো-২০২০’ এবং ‘প্যাকটেক বাংলাদেশ-২০২০’ শীর্ষক আন্তর্জাতিক প্রদর্শনী চারটি শেষ হয় গতকাল। সব মিলিয়ে ১০টি হলে ২৪টি দেশের ৪৫০টি প্রতিষ্ঠান তাদের পণ্যসামগ্রী তুলে ধরে। প্রদর্শনীতে পোশাক খাত-সংশ্লিষ্ট সর্বাধুনিক বিভিন্ন যন্ত্রপাতি ও প্রযুক্তি যেমনÑ ডায়িং মেশিন, পণ্য বহনের ট্রলি, হিট এক্সচেঞ্জার, মিক্সচার ট্যাংক, ইন্ডাস্ট্রিয়াল র‌্যাক, কাটিং রিলাক্সজেশন র‌্যাক, হাইড্রো এক্সটেকটার, জ্বালানি সাশ্রয়ী বয়লার, গার্মেন্টে ব্যবহৃত সুতা, স¦য়ংক্রিয় সেলাই ও কাটিং মেশিন, আয়রন মেশিন, ইলেকট্রনিক আইলেট বাটন হোল মেশিন, লে  গোল্ড ইলাস্টিক জয়েনিং মেশিন, অটোম্যাটিক রিব কাটিং মেশিন, আয়রন উইথ টেবিল মেশিন, ডিজিটাল টেক্সটাইল ময়েশ্চার মিটার মেশিন, মলিকুলার সিভ, অ্যাকটিভেটেড কার্বন ওডর বা অ্যান্টি স্মেলের মতো পণ্য প্রদর্শিত হয়। এসব যন্ত্রপাতি দেখতে হুমড়ি খেয়ে পড়েন স্থানীয় পোশাক ব্যবসায়ীরা। অনেক নতুন উদ্যোক্তা আসেন পোশাকশিল্পের ব্যবসা সম্পর্কে ধারণা নিতে। প্রদর্শনীতেই স্বয়ংক্রিয় মেশিনে বিভিন্ন ধরনের পোশাক তৈরি, ইস্ত্রি, এমনকি মোড়কজাত করে দেখানো হয় দর্শনার্থীদের। এ ছাড়া বিভিন্ন মেশিনারিজের ওপর দেওয়া হয় মূল্যছাড়। মেলায় আসা দর্শনার্থীদের জন্য ক্যালেন্ডার, মগ, কলম, প্যাডসহ বিভিন্ন উপহারেরও ব্যবস্থা করে প্রতিষ্ঠানগুলো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর