বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

বরিশালে ছাত্র নির্যাতনে চার শিক্ষার্থী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড টেকনোলজির (আইএইচটি) ছাত্রাবাসে শিক্ষার্থী নির্যাতনে চারজনকে ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এদের দুজনকে এক বছরের ও দুজনকে ৬ মাসের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। গতকাল বিকালে এই খবর নিশ্চিত করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম। এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কৃৃতরা হলেন-রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সাগর বিশ্বাস (দেবজিৎ) ও ডেন্টাল দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইমন এবং ৬ মাসের জন্য বহিষ্কৃতরা হলেন রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সৈকত বিশ্বাস এবং ফার্মেসি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র পিয়াস চন্দ্র কুড়ি। এই চারজনকেই ছাত্রাবাস থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অধ্যক্ষ জানান, গত ২৩ জানুয়ারি রাতে ডেন্টাল প্রথম বর্ষের আবাসিক শিক্ষার্থী মো. সালাউদ্দিনকে ছাত্রাবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করে বহিষ্কৃৃতরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর