শিরোনাম
সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার প্রত্যাশা

প্রতিদিন ডেস্ক

জাতিসংঘের শহর নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার চাইছেন প্রবাসী বাংলাদেশিসহ সেক্টর কমান্ডার্স ফোরাম। এ দাবিতে গত ১৪ ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের একটি প্রতিনিধি দল। খবর : এনআরবি নিউজ’র। এই দলে ছিলেন ফোরামের সভাপতি রাশেদ আহমেদ, সেক্রেটারি রেজাউল বারি, সহ-সভাপতি আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য লাবলু আনসার এবং সাংবাদিক কানু দত্ত। সাক্ষাতের সময় রাষ্ট্রদূত ফাতিমা জানান, জাতিসংঘের ভিতরে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের চেষ্টা আমরা করছি। কিন্তু নানা জটিলতা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শহীদ মিনারের জন্য দরকার নিজস্ব জমি। নিজস্ব ভবনে বাংলাদেশ কন্স্যুলেট স্থাপনের মাধ্যমে এ জমি পাওয়া যেতে পারে। এ ক্ষেত্রে উচ্চ পর্যায়ের ভূমিকা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর