সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
হাই কোর্টে প্রতিবেদন দাখিল

ক্যান্সার হাসপাতালে অনিয়ম খুঁজে পেয়েছে তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য কেনা অত্যাধুনিক ‘আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর’ দীর্ঘদিন ফেলে রাখার ঘটনায় অনিয়ম পেয়েছে তদন্ত কমিটি। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চে এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতে তদন্ত কমিটির পক্ষে প্রতিবেদনটি উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। অন্যদিকে মামলার রুলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। এরপর আদালত এই তদন্ত প্রতিবেদন অনুসারে জড়িতদের বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আগামী এক সপ্তাহের মধ্যে জানাতে নির্দেশ দেয়। এর আগে গত ২ জানুয়ারি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) জন্য কেনা অত্যাধুনিক আর্টিফিশিয়াল রেসপিরেটরি ভেন্টিলেটর দীর্ঘদিন ফেলে রাখার ঘটনায় কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। একই সঙ্গে কমিটিকে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। এ ছাড়া সদ্য অবসরে যাওয়া প্রতিষ্ঠানটির পরিচালক ড. মোয়াররফ হোসেনের অবসরকালীন পেনশন সুবিধা স্থগিত রাখার নির্দেশ দেয় আদালত। এই ধারাবাহিকতায় গতকাল হাই কোর্টে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তিন সদস্যের ওই কমিটির আহ্বায়ক হলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) মো. সিরাজুল ইসলাম। অন্য দুই সদস্য স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. মোজাফফর হোসেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর