মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেয়ারবাজারে উত্থান, লেনদেন বেড়েছে ঢাকা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে উত্থান, লেনদেন বেড়েছে ঢাকা চট্টগ্রামে

সপ্তাহের দ্বিতীয় দিনেও উত্থান হয়েছে শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব কটি সূচক বেড়েছে। বেড়েছে লেনদেনের পরিমাণ। এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস সূচক বেড়েছে শেয়ারবাজারে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক ও লেনদেন বেড়েছে। জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছ ৪ হাজার ৭৬৮ পয়েন্টে।

 লেনদেন হয়েছে ৯৭৬ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট; যা এক বছর ১৪ দিন বা ২৪৭ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯৫টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৮টির এবং ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। লেনদেনের শীর্ষে ছিল লাফার্জ হোলসিম বাংলাদেশ, খুলনা পাওয়ার, ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো লি., গোল্ডেন হারভেস্ট, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ইন্দো-বাংলা ফার্মা ও সামিট পাওয়ার। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫৪৩ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। সিএসইতে ৩২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সর্বশেষ খবর