বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

উপেক্ষিত নীরব ঘোষিত এলাকা

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

উপেক্ষিত নীরব ঘোষিত এলাকা

দীর্ঘদিনেও চট্টগ্রামে বাস্তবায়ন হচ্ছে না ‘নো হর্ন জোন’ বা নীরব ঘোষিত এলাকা। ফলে হাসপাতাল, ক্লিনিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অবিরত চলছে উচ্চ আওয়াজের হর্ন। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ থাকলেও কোনো প্রতিকার নেই। জানা গেছে, দেশে ‘নো হর্ন জোন’ বাস্তবায়নে গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় সভা। সভার সিদ্ধান্তের আলোকে গত ২৫ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়  চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) এ সংক্রান্ত নির্দেশনা দেয়। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এ  নিয়ে চসিকের কোনো উদ্যোগ দেখা যায়নি। এমনকি অতীতে কোনো কোনো এলাকায় ‘হর্ন বাজাবেন না’ লেখা সাইনবোর্ড দেখা গেলেও এখন সেগুলোও চোখে পড়ে না।  আইন অনুযায়ী, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর বিধি ২ (ঞ) অনুযায়ী, ‘নীরব এলাকা’ বলতে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত বা একই জাতীয় অন্য কোনো প্রতিষ্ঠান এবং তার চারদিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকাকে বোঝায়।’ আইনের ধারা ৮(২) মতে, প্রদত্ত নিষেধাজ্ঞা অমান্য করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে কোনো প্রকার হর্ন বাজানোর অপরাধে দোষীসাব্যস্ত হলে অভিযুক্ত ব্যক্তি অনধিক ছয় মাস কারাদন্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা বলেন, ‘হাসপাতাল-শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে হর্ন না বাজানোর নির্দেশনা দিয়ে সাইনবোর্ড দেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর