শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

সম্মেলন ঘিরে চাঙ্গা নগর রাজনীতি

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১ মার্চ রাজশাহী মহানগরী আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন। এ সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে নগর রাজনীতি। পদপ্রত্যাশীদের পোস্টার, ফেস্টুন আর ব্যানারে নগরীর সড়ক ও মোড়গুলো রঙিন হয়ে উঠেছে। নগরীজুড়ে সাজসাজ রব। প্রতিদিন ওয়ার্ডগুলো সরগরম হয়ে উঠছে সম্মেলন সফল করার মিছিলে। তবে এবার মহানগরী আওয়ামী লীগের শীর্ষ দুই পদে কে আসছেন- তা নিয়ে নগরবাসীর মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। সভাপতি পদে এবারও প্রার্থী বর্তমান সভাপতি রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তবে সাধারণ সম্পাদক হিসেবে মাঠে আছেন এক ডজন প্রার্থী। মাঠের রাজনীতির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও সরগরম নগর রাজনীতি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সাধারণ সম্পাদক প্রার্থীদের চরিত্রহনন।

সাধারণ সম্পাদক প্রার্থী মহানগরী আওয়ামী লীগের সদস্য আহসানুল হক পিন্টু বলেন, ‘সম্মেলন ঘিরে নগরীতে একরকম উৎসব চলছে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে নেতাদের চরিত্রহনন করা হচ্ছে, তাতে নিজেরাই খাটো হচ্ছেন।’

যুগ্মসাধারণ সম্পাদক নাঈমুল হুদা রানা বলেন, ‘অনেক প্রতিকূল অবস্থার মধ্যেও দল ছেড়ে চলে যাননি বা নিষ্ক্রিয় হয়ে পড়েননি, এমন নেতাকেই সাধারণ সম্পাদক পদে দেখতে চান কর্মীরা।’ এদিকে সম্মেলন ঘিরে নগরী সাজছে নতুন রূপে। বিভিন্ন এলাকা ব্যানার-ফেস্টুনে ছেয়ে ফেলা হয়েছে।

 

 চলছে তোরণ দিয়ে নগরীকে সাজানোর কাজ। পুরো নগরী হয়ে উঠেছে রঙিন। উল্লেখ্য, রাজশাহী মহানগরী আওয়ামী লীগের সম্মেলন হয় ২০১৪ সালের ২৫ অক্টোবর। ওই কাউন্সিলে খায়রুজ্জামান লিটন সভাপতি ও ডাবলু সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর