বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০ ০০:০০ টা

দুদকে সম্পদের হিসাব দিলেন সাবেক এমপি আউয়াল

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৩৩ পৃষ্ঠার সম্পদের হিসাব দুর্নীতি দমন কমিশনে (দুদক) জমা দিয়েছেন। আর সম্পদের বিষয়ে যাচাই-বাছাই করতে এরই মধ্যে দুদকের উপপরিচালক মো. আলী আকবরকে অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক সৈয়দ ইকবালকে তদারক কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছে দুদক। গতকাল দুদক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে সম্পদের বিবরণে কী রয়েছে সূত্রটি তা জানাতে পারেনি।

দুদকের আদেশে বলা হয়েছে- সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল ইতিমধ্যে তার সম্পদের বিবরণ কমিশনে দাখিল করেছেন। এই সম্পদ বিবরণী বিধি মোতাবেক যাচাই ও অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধান কর্মকর্তাকে বলা হয়েছে। গত ৩০ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা করে দুদক। এসব মামলার একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর