শুক্রবার, ১৩ মার্চ, ২০২০ ০০:০০ টা

বান্দরবানে প্রাণহানি রোধে যানবাহনের তথ্য চাইল আদালত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পর্যটন শহর পার্বত্য জেলা বান্দরবানের যাত্রীবাহী যানবাহনের তথ্য সংগ্রহ করে আদালতে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বান্দরবানের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মুজাহিদুর রহমান এ আদেশ দেন। আগামী ২৫ মার্চের মধ্যে তথ্যগুলো সংগ্রহ করে আদালতে জমা দেওয়া জন্য বান্দরবান সদর থানা অফিসার ইনচার্জকে নির্দেশ দেওয়া হয়। প্রথমবারের  মতো বান্দরবান শহরের যানবাহনের তথ্য চেয়ে আদালত স্বপ্রণোদিত রায় প্রদান করে।

আদালত সূত্রে জানা যায়, পার্বত্য জেলার বিভিন্ন স্থানে যাত্রীবাহী চার চাকার ফাইভ স্টার গাড়ি, অটোরিকশা, চাঁদের গাড়ি ও মাহিন্দ্রাসহ অন্যান্য যানবাহন প্রচ  ঝুঁকি নিয়ে চলাচল করে। কিন্তু এসব যানবাহনের চালকদের অধিকাংশরেই ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর