করোনাভাইরাস আতঙ্ক কাজে লাগিয়ে রাজধানীর ফকিরাপুলে অবস্থিত লাজ ফার্মা ৪ টাকার হ্যান্ড গ্লাভস ২০ টাকায় বিক্রি করছিল। এ ছাড়া লাজ ফার্মায় হেক্সিসল নেই জানালেও পর্যাপ্ত হেক্সিসল পাওয়া গেছে। এসব অভিযোগে লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার ম-ল। তিনি বলেন, গতকাল পণ্যের দাম বেশি রাখায় ফকিরাপুল বাজারের মনির স্টোরকে ১৫ হাজার, এজিবি কলোনির ফয়েজ স্টোরকে ৩ হাজার ও খিলগাঁও রেলগেট কাঁচাবাজারের সিরাজগঞ্জ জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও সিটি করপোরেশনের প্রতিনিধি সহায়তা করেন।