খুলনার খালিশপুর হাউজিং নিউ কলোনির চারপাশে অসংখ্য বস্তি। বাঁশের বেড়া ও টিনের ছোট ঘরে ঠাসাঠাসি করে থাকেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার ভাগাড়। নোংরা পরিবেশে একই জায়গায় চলে রান্নাবান্না, কাপড় ধোয়া, গোসল। সুবিধাবঞ্চিত এসব মানুষের জন্য করোনা প্রতিরোধে সাবান ও মাস্ক কেনা অনেকটা বিলাসীতার মতোই। বিশ্লেষকদের মতে, অপরিচ্ছন্ন পরিবেশে কাছাকাছি বসবাস ও একই ল্যাট্রিন-বাথরুম ব্যবহার করায় সহজেই তাদের মধ্যে সংক্রমণের শঙ্কা রয়েছে। জানা যায়, খুলনা নগরীর কয়েকশ ছোট-বড় বস্তিতে প্রায় দুই লাখ নিম্নআয়ের মানুষ বসবাস করে। ন্যূনতম স্বাস্থ্য সচেতন না হওয়ায় তাদের ঘিরেই রয়েছে মারাত্মক করোনাঝুঁকি। বাসিন্দারা জানান, বস্তিতে থাকলে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যাচ্ছে না। ময়লা-আবর্জনা তো আছেই। তার ওপর একই জায়গায় রান্নাবান্না, পাশেই বাথরুম। কাছাকাছি জায়গায় ঘুমানো। মারাত্মক করোনা আতঙ্কে থাকতে হয় সবাইকে। বস্তির বাসিন্দা বয়োবৃদ্ধ জহুরা বেগম বলেন, ‘স্বামী নেই, সাবান-মাস্ক পাব কনে, হাত ধোব কী দিয়ে। হাত ধোয়ার কিছু লাগবে না। দুবেলা খেতেই পারি না। ওসব করব কী দিয়ে।’ নগরীর ঘাট এলাকার নিউ গ্রিনল্যান্ড বস্তি, আনসার ক্যাম্প বস্তি, নতুন বাজার চরবস্তি, পুরাতন শেখপাড়া বস্তি সবখানেই একই রকম চিত্র। বেসরকারি সংস্থা ওবাট হেলপারস-এর পরিচালক মো. হুমায়ুন কবির বলেন, বস্তিতে সামাজিক দূরত্ব বজায় রাখা কোনোমতেই সম্ভব হচ্ছে না। ঠাসাঠাসি করে একই জায়গায় অনেক মানুষ থাকায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। আর করোনা প্রতিরোধে এসব স্থানে সচেতনতার তাগিদ দিয়েছেন খুমেক হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস। তবে খুলনা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আবদুল্লাহ বলেন, বস্তিগুলোতে এরই মধ্যে সচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম শুরু হয়েছে। সেই সঙ্গে তাদের জীবনমান উন্নয়নে পদক্ষেপ নেওয়া হয়েছে।
শিরোনাম
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
ঝুঁকিতে খুলনার দুই লাখ বস্তিবাসী
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর