রবিবার, ১৭ মে, ২০২০ ০০:০০ টা

আজ থেকে সীমিত আকারে খুলবে সব মন্ত্রণালয় ও দফতর

নিজস্ব প্রতিবেদক

টানা বন্ধের মধ্যেই আজ থেকে খুলছে সব সরকারি অফিস। স্বাস্থ্য দফতরের ১৩ দফা স্বাস্থ্যবিধি মেনে সকল সরকারি অফিস সীমিত আকারে তাদের কার্যক্রম চালাবে। সপ্তম দফায় গত বৃহস্পতিবার জারি করা ছুটির সরকারি প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে, সকল সরকারি অফিস প্রয়োজনানুসারে সীমিত আকারে তাদের দফতর খোলা রাখবে। এই পরিপ্রেক্ষিতে আজ থেকে সকল মন্ত্রণালয় এবং অধিদফতর খুলছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার গত ২৬ মার্চ থেকে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে। সংক্রমণ পরিস্থিতির ক্রমাবনতি হয় এবং প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার পর্যায়ক্রমে এই ছুটির মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ মে পর্যন্ত করে। প্রথম দফায় ছুটি ঘোষণার পরপরই সরকারের সকল অফিস-আদালত বন্ধ থাকলেও স্বাস্থ্য, জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, খাদ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, কৃষি, তথ্য এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সীমিত আকারে তাদের কার্যক্রম চালিয়ে যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর