শুক্রবার, ২২ মে, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে ভর্তুকি বাড়াতে হবে

-জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, শুধু লকডাউন করে করোনাভাইরাস থেকে রক্ষা পাওয়া যাবে না। আমাদের সামাজিক ঘনত্ব বেশি। স্বাস্থ্য খাতকে আরও গুরুত্ব দিতে হবে। করোনা পরীক্ষা আরও বাড়াতে হবে। দ্রুত রিপোর্টের ব্যবস্থা করতে হবে। এ জন্য স্বাস্থ্য খাতে ভর্তুকি বাড়াতে হবে। গতকাল দুপুরে ৩০০ ফিটের কাঞ্চন কেরাবো লাল মাহমুদ হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জাপা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের তত্ত্বাবধানে ৩ হাজার পরিবারের ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিকে জাপা কেন্দ্রীয় নেতা মোহাম্মদ শাহজাহান হাজারীবাগের টালী অফিস প্রাঙ্গণে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে  দেন। এ সময় পার্টির শিল্পবিষয়ক সম্পাদক ইসহাক ভূইয়া, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম, অপু সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর