রংপুর সিটি করপোরেশন এলাকার ৩৩টি ওয়ার্ডে ১২ লাখ মানুষের বিপরীতে এখন পর্যন্ত সাড়ে চার হাজার মানুষ করোনা পরীক্ষা করাতে পেরেছে। নগরীর কোনো মার্কেট, শপিংমলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, নেই কোনো সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা। নগরীর অধিকাংশ এলাকায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। জেলায় আক্রান্ত ৯৩৪ জনের মধ্যে প্রায় ৭০০ জনই সিটি করপোরেশন এলাকার। পিসিআর মেশিনের সংখ্যা বৃদ্ধি করা হলে এর সংখ্যা দশগুণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানান খোদ স্বাস্থ্য বিভাগ। ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে সিটি করপোরেশনের বাসিন্দারা। সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ জানান, নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে সবচেয়ে বেশি করোনা পজেটিভ রোগী রয়েছে যাদের সংখ্যা ১৩৫ জন। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ৫৩ জন, ১৬ নম্বর ওয়ার্ডে ৪৯ জন, ১৯ নম্বর ওয়ার্ডে ৩২ জন, ২০ নম্বর ওয়ার্ডে ২৬ জন, ২১ নম্বর ওয়ার্ডে ৫৬ জন, এবং ২৫ নম্বর ওয়ার্ডে ৩৪ জন। তবে নগরীর আটটি ওয়ার্ডে আক্রান্ত রোগী নেই, আবার ৯টি ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা এক থেকে তিনজন। এসব ওয়ার্ডে নমুনা পরীক্ষার কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কয়েকদফা সভা করে নগরীর কয়েকটি ওয়ার্ডকে রেড জোনের আওতায় এনে প্রস্তাবনা তৈরি করলেও এখন পর্যন্ত লকডাউনের কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন পরস্পর বিরোধী কথা বলছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রশাসক আসিব আহসান বলেছেন সিটি করপোরেশন এলাকায় লকডাউন কার্যকর করার দায়িত্ব সিটি করপোরেশনের। অন্যদিকে সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন প্রশাসনকে কঠোরভাবে লকডাউন কার্যকর করার কথা বলা হয়েছে। সব ধরনের সহায়তা করবে সিটি করপোরেশন। স্বাস্থ্য অধিদফতরের একজন কর্মকর্তা জানান, রংপুর বিভাগের আট জেলায় করোনা সংক্রমণের নমুনা পরীক্ষার জন্য মাত্র দুটি পিসিআর ল্যাব আছে। এর একটি দিনাজপুরে। সেখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার অধিবাসীদের করোনা নমুনা পরীক্ষা হয়। অন্যদিকে রংপুর সিটি করপোরেশনসহ পুরো জেলা, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার অধিবাসীদের নমুনা পরীক্ষা করা হয়। বিভাগের প্রায় দেড় কোটি মানুষের নমুনা পরীক্ষা করা হচ্ছে এই দুটি ল্যাব দিয়ে। প্রতিদিন দুটি পিসিআর ল্যাবের ক্ষমতা ১৮৮টি করে। ফলে প্রতিদিন শত শত মানুষ নমুনা পরীক্ষার জন্য বিভিন্ন দফকরে ধর্ণা দিয়েও পরীক্ষা করাতে পারছেন না।
শিরোনাম
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
করোনাভাইরাস
রংপুর সিটিতে নমুনা পরীক্ষা বৃদ্ধি করা হলে বাড়বে ১০ গুণ রোগী
১২ লাখ মানুষের মধ্যে নমুনা পরীক্ষা হয়েছে সাড়ে ৪ হাজার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর