বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০ ০০:০০ টা

জুলাইয়ে ২৯৩টি সড়ক দুর্ঘটনায় ৩৫৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

গত জুলাইয়ে দেশে ২৯৩টি সড়ক দুর্ঘটনায় ৩৫৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ৩৪১ জন। মারা যাওয়াদের মধ্যে নারী ৬৪ এবং শিশু ৩৫। তবে এককভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় বেশি প্রাণহানি ঘটেছে। ১০৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন ৯৮ জন, যা মোট নিহতের ২৭.৫২ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৬.৫১ শতাংশ। দুর্ঘটনায় ৮৪ জন পথচারীর মৃত্যু হয়েছে, যা মোট মৃত্যুর ২৩.৫৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী মারা গেছেন ৫৩ জন, অর্থাৎ ১৪.৮৮ শতাংশ। গতকাল রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানানো হয়, গত মাসে ১৬টি নৌ-দুর্ঘটনায় ২৭ জনের মৃত্যু এবং ২১ জন নিখোঁজ রয়েছেন। চারটি রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের।

সর্বশেষ খবর