শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক

ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্য সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণও বেড়েছে। সাপ্তাহিক লেনদেনে দেখা গেছে, পুরো সপ্তাহেই ঊর্ধ্বমুখী ছিল শেয়ারবাজার। জানা গেছে, ডিএসইতে চলতি সপ্তাহে চার দিনের লেনদেনে প্রায় ৫০ পয়েন্ট সূচক বেড়েছে। শেষ দিনে গতকাল ৩৬ পয়েন্ট বেড়েছে। সর্বশেষ ডিএসইর সূচক ৪ হাজার ৯২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইতে অংশ নেওয়া ২২১ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। দাম কমেছে ১০৯টি এবং ২৫টির দাম অপরিবর্তিত থাকে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৯৩ কোটি ৮৮ লাখ টাকা। আগের দিন বুধবার লেনদেন হয় ১ হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। কোম্পানিটির ৭৬ কোটি ৯২ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ৪৪ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা। এ ছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় ছিল- ব্র্যাক ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, বারাকা পাওয়ার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং গ্রামীণফোন। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ৮৭ পয়েন্ট।

বাজারটিতে লেনদেন হয়েছে ৩২ কোটি ৩১ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৩টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর