শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

অস্বাভাবিক কিছু করা হচ্ছে না

দাবি ইভ্যালি এমডির

নিজস্ব প্রতিবেদক

সব বাধা পেরিয়ে এবং গ্রাহকের আস্থা নিয়ে ই-কমার্স খাতে এক নম্বর অবস্থান ধরে রাখতে চায় অনলাইন মার্কেট প্লেস ইভ্যালি। গতকাল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এমন আশার কথা জানান। তিনি বলেন, ‘আমরা সব ধরনের পর্যবেক্ষণকে স্বাগত জানাই। আমাদের আশা, কোনো ধরনের অভিযোগ প্রমাণ হবে না। কারণ আমাদের ব্যবসায় অস্বাভাবিক কিছু হচ্ছে না।’ রাসেল বলেন, ‘আমরা আশা করছি ৩০ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ইভ্যালির সব ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। ফলে আমরা সেই অবধি অপেক্ষা করব।’ মানি লন্ডারিংয়ের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘কেউ হয়তো কেন্দ্রীয় ব্যাংকে আমাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকতে পারে।

 আমরা বিষয়টিকে স্বাগত জানিয়েছি।

ব্যাংকগুলোও নির্ধারিত ৫ দিনের মধ্যেই আমাদের হিসাব সংক্রান্ত নথি কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে।’

ইভ্যালি এমডি বলেন, ‘একটি ই-কমার্সের লক্ষ্য হলো প্রচুর ক্রেতা। এটা এমনি এমনি হয় না। এ জন্য অ্যাকশন প্ল্যান থাকতে হয়। আমরা তা হাতে নিয়ে প্রচুর ক্রেতা ও বিক্রেতার সমাবেশ ঘটিয়ে এক নম্বর অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছি। আমরা এই অবস্থান ধরে রাখতে চাই।’ তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে ইভ্যালি ২১ লাখ পণ্য বিক্রি করেছে, যার আর্থিক মূল্যমান ১ হাজার ৫০০ কোটি টাকা। ৫ জন কর্মী নিয়ে ইভ্যালির যাত্রা শুরু হলেও বর্তমানে শুধু অফিসেই প্রতিষ্ঠানটির কর্মীর সংখ্যা ৭ শতাধিক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর