বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

বরিশালে ৩ দাবিতে বাসদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল নগরীতে সড়ক ও খাল সংস্কারসহ ৩ দফা দাবিতে ওয়ার্ডভিত্তিক আন্দোলন শুরু করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় মানববন্ধন ও সমাবেশ করবে তারা। গতকাল কর্মসূচির প্রথম দিনে রূপাতলী বাস টার্মিনাল গোলচত্বর ও সাগরদী বাজারে পৃথক সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বাসদের আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, শ্রমিক ফ্রন্ট নেতা নুরুল হক, ইউসুফ হাওলাদার, শহিদুল ইসলাম, বিজন শিকদার, মনিরুল ইসলাম, হারুন শরীফ, জলিল হাওলাদার প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণের হার অত্যন্ত বেশি।

 কিন্তু নাগরিক অধিকারের নিশ্চয়তা দিতে পারছেন না তারা। রাস্তা-খাল-ড্রেনের সংস্কার নেই, কিন্তু জনগণের পকেট কাটার সব আয়োজন রয়েছে। রিকশার লাইসেন্স নবায়ন করতে গিয়ে শ্রমিকদের বিগত কয়েক বছরের বকেয়া আদায়ে চাপ দেওয়া হচ্ছে। যা করোনা মহামারীতে অমানবিক।

বাসদের তিন দফা দাবির অন্য দুটি হচ্ছে রিকশা-ইজিবাইক ও হকার উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ এবং রিকশার লাইসেন্স নবায়নে বকেয়া মওকুফ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর