সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

করোনায় ১৭ হাজার ৩০৬ প্রতিষ্ঠানের পাশে অগ্রণী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে বিপর্যস্ত সময়ে অর্থনীতি পুনরুদ্ধার করতে ১৭ হাজার ৩০৬ প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে অগ্রণী ব্যাংক। অর্থনীতি পুনরুদ্ধারে সরকার যে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে তা বাস্তবায়নের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্র মালিকানাধীন এ ব্যাংকটি। আগস্ট শেষে এসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ৩৬০ কোটি টাকা বিতরণ করেছে। মঞ্জুরকৃত ৮৬২ কোটি টাকা ঋণ বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। অগ্রণী ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ব্যাংকটি জানিয়েছে, সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের শতভাগ ঋণ বিতরণ সম্পন্ন হলে অর্থনীতিতে গতি ফিরে আসবে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করছে। ব্যাংকটি শস্য ও ফসল খাতে ১৪ হাজার ৭৬১ জন কৃষককে ৬১ কোটি ৩১ লাখ টাকা বিতরণ করেছে। কৃষি খাতের বিশেষ প্রণোদনা প্যাকেজে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বরাদ্দ ১২৪ কোটি টাকা। এর মধ্যে ২ হাজার ১০৬ জন কৃষককে ১৭ কোটি ৮৮ লাখ টাকা বিতরণ করেছে।

রপ্তানিমুখী শিল্পের শ্রমিকদের বেতন-ভাতায় ব্যাংকটির ১৩৫ কোটি ৫ লাখ টাকা লক্ষ্যমাত্রা ছিল। এ খাতে ১০৬টি প্রতিষ্ঠানকে শতভাগ ঋণ বিতরণ করেছে। চলতি মূলধনের বিপরীতে শিল্পঋণ খাতে ৪টি প্রতিষ্ঠানকে ৫০ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করেছে। এ ছাড়া মঞ্জুরকৃত ২৫ প্রতিষ্ঠানের বিপরীতে ৪৮৬ কোটি ৫১ লাখ টাকা বিতরণের জন্য প্রক্রিয়াধীন আছে।

কটেজ স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রি (সিএসএমই) খাতে ৪৮ প্রতিষ্ঠানকে ২৫ কোটি ৯৯ লাখ টাকা বিতরণ করেছে। এ ছাড়া ২২৩ প্রতিষ্ঠানের ঋণ প্রস্তাব মঞ্জুরির জন্য ৩২৭ কোটি ২৫ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন আছে। ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের পেশাজীবী, কৃষক ও প্রান্তিক ব্যবসায়ীদের ঋণ সহায়তা প্রকল্পে ৫টি আবেদনের বিপরীতে ৪৭ কোটি ৪০ লাখ টাকা বিতরণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া কাঁচামাল আমদানির জন্য ব্যাক টু ব্যাক এলসিতে প্রণোদনায় ২৮৩ এলসির বিপরীতে ৬৬ কোটি ৯২ লাখ টাকা বিতরণ করেছে ব্যাংকটি।

এ প্রসঙ্গে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস-উল ইসলাম জানান, করোনার কারণে দেশের সার্বিক অর্থনীতি অনেকটা সংকটে পড়েছে। এটা শুধু আমাদের দেশে নয় বহির্বিশ্বেও একই অবস্থা। সংকট উত্তরণে সরকার যে উদ্যোগ নিয়েছে তা খুবই সময়োপযোগী। এই প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশের অর্থনীতি অচিরেই ঘুরে দাঁড়াবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর