সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা
সিলেট মহানগর আ.লীগের ‘বিকল্প কমিটি’র বৈঠক

সুবিধাবাদীদের বাদ দিয়ে ত্যাগীদের অন্তর্ভুক্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

কেন্দ্রে সিলেট মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির বিরোধিতা করে ‘বিকল্প কমিটি’ জমা দেওয়া নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে নগরীর চালিবন্দরস্থ ইব্রাহিম স্মৃতি সংসদে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃবৃন্দ বলেন- মহানগর আওয়ামী লীগের প্রস্তাবিত পূর্ণাঙ্গ কমিটিতে অনেক যোগ্য নেতাদের বাদ দিয়ে অযোগ্য ও সুবিধাবাদীদের স্থান দেওয়া হয়েছে। এ ছাড়া দলের দীর্ঘদিনের ত্যাগী, নিবেদিতপ্রাণদেরও কমিটির পদ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই তারা কেন্দ্রে একটি বিকল্প কমিটি জমা দিয়েছেন। সভাপতি-সম্পাদকের দেওয়া তালিকা থেকে বাদ পড়া নেতাদের কমিটিতে স্থান দিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আলোয়ার আলাউরের নেতৃত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল ইসলাম, তপন মিত্র, প্রিন্স সদরুজামান, ফাহিম আনোয়ার চৌধুরী, অ্যাডভোকেট কিশোর কুমার, অ্যাডভোকেট জসিম উদ্দিন, দিবাকর ধর রাম, আবদুস সোবহান, মো. বেলাল খান, অ্যাডভোকেট আবদুর রকিব বাবলু প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর