বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০ ০০:০০ টা

১৬ দিন পর বাংলাদেশির মৃতদেহ ফেরত দিল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তের ওপারে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফের গুলিতে নিহত বাদশাহর (২৭) মৃতদেহ ১৬ দিন পর ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার বিকালে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাদশাহর মরদেহ বিজিবির মাধ্যমে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় বাংলাদেশ পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শাহীন রেজা ও ভারতীয় পুলিশের পক্ষে ছিলেন মালদার কালিয়াচক থানার উপ-পরিদর্শক (এসআই) রামচন্দ্র সাহা। ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, ৫ সেপ্টেম্বর রাতে বাদশাহসহ কয়েকজন কাঁটাতারের বেড়া পার হয়ে সীমান্তের ওপারে প্রবেশ করে। এ সময়  বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে বাদশাহ গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। পরবর্তীতে ভারতের পুলিশ সব প্রক্রিয়া শেষ করার পর বিএসএফের মাধ্যমে বিজিবির কাছে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মরদেহ হস্তান্তর করে। পরে বাদশাহর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এদিকে শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, রাত সোয়া ৯টায় বাদশাহর গ্রামের বাড়ি তেলকুপি এলাকার পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর