রবিবার, ১৮ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

সাঙ্গ হলো শিল্পকলায় লালনের সাধু মেলা

সাংস্কৃতিক প্রতিবেদক

সাঙ্গ হলো শিল্পকলায় লালনের সাধু মেলা

সেমিনার ও সাধুমেলার মধ্য দিয়ে শিল্পকলা একাডেমিতে শেষ হয়েছে লালনের ১৩০তম তিরোধান দিবসের দুদিনের উৎসব। গতকাল সকাল ৯টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাউল গান ও বাউল দর্শনবিষয়ক কর্মশালার মধ্য দিয়ে শুরু হয় সমাপনী দিনের আয়োজন। এরপর বিকাল ৩টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক সেমিনার।

সেমিনারে বিশ্ব মানবতার মুক্তিতে লালন দর্শনবিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. শক্তিনাথ ঝা (পশ্চিমবঙ্গ, ভারত)। লালন চর্চার ইতিহাস সংরক্ষণে আমাদের করণীয় বিষয়ভিত্তিক বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. আনোয়ারুল করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা স্মারক প্রদান করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর যৌথ উদ্যোগে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ ও প্রসারবিষয়ক বক্তব্য প্রদান করেন কিষী তাহ্নিন,  প্রোগ্রাম অফিসার (কালচার), ইউনেস্কো, ঢাকা অফিস। বিষয়ভিত্তিক আলোচনায় লালন ‘সাঁইজির গান : শুদ্ধবাণীর অনুসন্ধান ও সাম্প্রতিককালের পরিবেশনরীতি’র পর্যালোচনা করেন নাট্যকার ও গবেষক ড. সাইমন জাকারিয়া। সাঁইজির ভাববাণী পরিবেশন করেন টুনটুন ফকির, শফি ম-ল, পাগলা বাউল, কয়োকো তাকাদা (জাপান), সুগাত  মৈত্র (শ্রীলঙ্কা)। উৎসবের সহযোগিতায় ছিল ইউনেস্কো ঢাকা অফিস।

সর্বশেষ খবর