সোমবার, ১৯ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে চলছে অভিনব কায়দায় পাহাড় কাটা

জব্দ ড্রেজার ও ১০০ ফুট পাইপ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রথমে পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা ছড়ায় ড্রেজার বসিয়ে দিয়ে বালু তোলা হয়। এরপর আপনা আপনিই বালুর পাহাড় ধসে পড়বে। অতঃপর প্রকৃতি খেকোরা উত্তোলন করবে সেই বালু। এক সময় সেই এলাকা পরিণত হয় বিশাল এক পুকুরে। বোঝার উপায় থাকে না যে, পাহাড় ছিল। সেই পাহাড়ে গাছ ছিল।  এমন অভিনব কায়দায় কাটা হচ্ছে পাহাড়। সাবাড় করা হচ্ছে প্রকৃতিকে।  চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকায় পাহাড় কাটার এমন অভিনব পদ্ধতি ধরা পড়ে। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন অভিযান পরিচালনা করে পাহাড়ের মাটি কাটার ও বালি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার এবং ১০০ ফুট পাইপ জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, ‘অভিনব পদ্ধতিতে পাহাড় কাটার ঘটনা আগে কখনো দেখা যায়নি। পাহাড় কাটার পর বোঝাই যাবে না এখানে আগে পাহাড় ছিল, গাছ ছিল। তাই পাহাড়ের মাটি কাটা ও বালি উত্তোলনে ব্যবহৃত ড্রেজার এবং ১০০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মেশিন কৃষির সেচ কাজে ব্যবহার করা যায় কিনা তা কৃষি বিভাগের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর