করোনার প্রভাব দীর্ঘ মেয়াদে বৃষ্টিসহ নানা প্রতিকূলতায় খুলনার জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার কাজ বাধাগ্রস্ত হয়েছে। এতে একদিকে উন্নয়নের কাজে কালভার্ট ড্রেন খোঁড়াখুঁড়ি, অন্যদিকে সড়কে ছোট-বড় গর্ত, খানা-খন্দে সৃষ্টি হয়েছে নাগরিক ভোগান্তি। তবে এ অবস্থার নিরসনে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা হাতে নিয়েছে খুলনা সিটি করপোরেশন। আগামী নভেম্বরে একই সাথে ১৮০ কোটি টাকার সড়ক-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু হচ্ছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় গত অর্থবছরের অনেক কাজ এখনো শেষ হয়নি। সর্বশেষ গত ২৩ ও ২৪ অক্টোবর বৃষ্টি হওয়ায় চলমান প্রায় ১০০টি সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কার্পেটিং দেওয়ার আগে ১০ থেকে ১৫ দিন সড়ক শুকনা অবস্থায় রাখতে হয় কিন্তু এবার দীর্ঘ মেয়াদে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তারপরও চলতি অর্থবছরের সংস্কার কাজে দরপত্র দেওয়া হয়েছে। জানা যায়, এ বছর সড়ক সংস্কার কাজে ১০০ কোটি ও ড্রেন নির্মাণ কাজে ৮০ কোটি টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। আগামী নভেম্বর মাস থেকে শুরু করে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ৮২৩ কোটি টাকা এবং সড়ক মেরামত ও উন্নয়নে ৬০৮ কোটি টাকার বড় দুটি প্রকল্পে বদলে যাবে খুলনা মহানগরী। প্রকল্প দুটি একনেকে অনুমোদনের পর দুই কিস্তির টাকা হাতে পেয়েছে সিটি করপোরেশন। কিন্তু ১ম বছরে করোনার কারণে কাজ করতে না পারায় এখন দুই বছরের কাজ একসঙ্গে করা হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন বলেন, নগরীর উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। অপরিকল্পিত উন্নয়নে সুবিধার চেয়ে ভোগান্তি বেশি হচ্ছে। যদিও সার্ভে যাচাই বাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেসিসির কর্মকর্তারা। জানা যায়, সড়ক মেরামত প্রকল্পে প্রথম দফায় প্রায় ৭৮ কিলোমিটার সড়ক কার্পেটিং, ১৫১ দশমিক ৯২ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই ও ৩৩ কিলোমিটার সড়ক সিসি ঢালাই দেওয়া হবে। এসব নির্মাণ ও সংস্কার কাজে নগরবাসীকে দায়িত্ব নিয়ে নজরদারি করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। তিনি বলেন, ‘যদি ড্রেন ও সড়কে নিম্নমানের কাজ হয়, আমাকে মোবাইলে জানাবেন। তারপরের দায়িত্ব আমার। কারো ভয়ে নিম্নমানের কাজ চলবে না। যার বাড়ির সামনের কাজ নিজেরা বুঝে নেবেন। নিম্নমানের কাজ হলে আপনাকেই পরে ভোগান্তিতে পড়তে হবে। কাউকে ভয় পেয়ে চলা যাবে না।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
১৮০ কোটি টাকার কাজ শুরু হচ্ছে নভেম্বরে
গতি ফিরছে খুলনার বড় দুই প্রকল্পে
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশ: দিল্লিতে নিরাপত্তা উপদেষ্টা
১৭ ঘণ্টা আগে | জাতীয়