করোনার প্রভাব দীর্ঘ মেয়াদে বৃষ্টিসহ নানা প্রতিকূলতায় খুলনার জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কার কাজ বাধাগ্রস্ত হয়েছে। এতে একদিকে উন্নয়নের কাজে কালভার্ট ড্রেন খোঁড়াখুঁড়ি, অন্যদিকে সড়কে ছোট-বড় গর্ত, খানা-খন্দে সৃষ্টি হয়েছে নাগরিক ভোগান্তি। তবে এ অবস্থার নিরসনে বড় ধরনের সংস্কার কাজের পরিকল্পনা হাতে নিয়েছে খুলনা সিটি করপোরেশন। আগামী নভেম্বরে একই সাথে ১৮০ কোটি টাকার সড়ক-ড্রেন নির্মাণ ও সংস্কার কাজ শুরু হচ্ছে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, আবহাওয়া অনুকূলে না থাকায় গত অর্থবছরের অনেক কাজ এখনো শেষ হয়নি। সর্বশেষ গত ২৩ ও ২৪ অক্টোবর বৃষ্টি হওয়ায় চলমান প্রায় ১০০টি সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, কার্পেটিং দেওয়ার আগে ১০ থেকে ১৫ দিন সড়ক শুকনা অবস্থায় রাখতে হয় কিন্তু এবার দীর্ঘ মেয়াদে বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। তারপরও চলতি অর্থবছরের সংস্কার কাজে দরপত্র দেওয়া হয়েছে। জানা যায়, এ বছর সড়ক সংস্কার কাজে ১০০ কোটি ও ড্রেন নির্মাণ কাজে ৮০ কোটি টাকা সরকারি বরাদ্দ পাওয়া গেছে। আগামী নভেম্বর মাস থেকে শুরু করে ২০২১ সালের ফেব্রুয়ারির মধ্যে সব কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, জলাবদ্ধতা নিরসন ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে ৮২৩ কোটি টাকা এবং সড়ক মেরামত ও উন্নয়নে ৬০৮ কোটি টাকার বড় দুটি প্রকল্পে বদলে যাবে খুলনা মহানগরী। প্রকল্প দুটি একনেকে অনুমোদনের পর দুই কিস্তির টাকা হাতে পেয়েছে সিটি করপোরেশন। কিন্তু ১ম বছরে করোনার কারণে কাজ করতে না পারায় এখন দুই বছরের কাজ একসঙ্গে করা হবে। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ মোশারফ হোসেন বলেন, নগরীর উন্নয়নে পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। অপরিকল্পিত উন্নয়নে সুবিধার চেয়ে ভোগান্তি বেশি হচ্ছে। যদিও সার্ভে যাচাই বাছাই করে প্রকল্প নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেসিসির কর্মকর্তারা। জানা যায়, সড়ক মেরামত প্রকল্পে প্রথম দফায় প্রায় ৭৮ কিলোমিটার সড়ক কার্পেটিং, ১৫১ দশমিক ৯২ কিলোমিটার সড়ক আরসিসি ঢালাই ও ৩৩ কিলোমিটার সড়ক সিসি ঢালাই দেওয়া হবে। এসব নির্মাণ ও সংস্কার কাজে নগরবাসীকে দায়িত্ব নিয়ে নজরদারি করার আহ্বান জানিয়েছেন সিটি মেয়র। তিনি বলেন, ‘যদি ড্রেন ও সড়কে নিম্নমানের কাজ হয়, আমাকে মোবাইলে জানাবেন। তারপরের দায়িত্ব আমার। কারো ভয়ে নিম্নমানের কাজ চলবে না। যার বাড়ির সামনের কাজ নিজেরা বুঝে নেবেন। নিম্নমানের কাজ হলে আপনাকেই পরে ভোগান্তিতে পড়তে হবে। কাউকে ভয় পেয়ে চলা যাবে না।’
শিরোনাম
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
১৮০ কোটি টাকার কাজ শুরু হচ্ছে নভেম্বরে
গতি ফিরছে খুলনার বড় দুই প্রকল্পে
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর