মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০ ০০:০০ টা

দেশে এখন রাতে ভোট হচ্ছে

-কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম বলেছেন, গত ১১ বছর ধরে সমগ্র দেশ একদলীয় শাসনের অধীনে শাসিত হচ্ছে। কারও বাকস্বাধীনতা নেই। অন্যায়ের প্রতিকার নেই, মানুষ ন্যায়বিচার থেকে বঞ্চিত। সমাজে অবিচার-অনাচার, মাদকের প্রভাব, দুর্নীতি, খুন, গুপ্তহত্যা, ধর্ষণ, রাহাজানি, রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর নির্যাতনের কারণে জনজীবন দুর্বিষহ। দেশে এখন সুশাসন অনুপস্থিত। দিনের পরিবর্তে বন্দুকের নলের মাথায় সরকারি কর্মচারী ও দলের গু া বাহিনীর দ্বারা যৌথভাবে রাতে ভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনব্যবস্থা ও নির্বাচন কমিশন এখন পঙ্গু। এর মধ্যে টিকে থাকা খুবই কঠিন। গতকাল এলডিপির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে সভায় ভার্চুয়াল বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধানসহ ২০-দলীয় জোট ও জাতীয় মুক্তিমঞ্চের নেতারা।

অলি আহমদ বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্যে নিমজ্জিত। একদিকে করোনায় জনজীবন অতিষ্ঠ, অন্যদিকে বিনিয়োগ বন্ধ প্রায়। নতুন চাকরির পথ রুদ্ধ। হাজার হাজার মানুষ আজ চাকরিচ্যুত। দ্রব্যমূল্য লাগামহীন-মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। সমাজে বৈষম্য সৃষ্টি হচ্ছে। অত্যাচার-অনাচার কয়েক হাজারগুণ বৃদ্ধি পেয়েছে। প্রতিনিয়ত ধর্ষণ, আত্মহত্যা, খুন, দুর্ঘটনা, দুর্নীতি এবং সর্বোপরি মাদকসেবীর সংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সমাজ বসবাসের অনুপযোগী। মনে হয়, দেশে মনুষ্যত্ব এবং সভ্যতা লোপ পেয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর