কয়েকটি শিল্প গ্রুপ মিয়ানমার, পাকিস্তান, চীন, মিসর, তুরস্ক ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশ থেকে পিঁয়াজ আমদানি শুরু করেছে। তবে চট্টগ্রামের বাজারে পিঁয়াজের দাম এখনো কমছে না। পাইকারি ও খুচরা উভয় বাজারেই পিঁয়াজের দাম এখনো ঊর্ধ্বমুখী। তবে ভারত রপ্তানি বন্ধের পর মিয়ানমার থেকেই সমুদ্রপথে বেশি পিঁয়াজ আসছে। তারপরও দাম কমছে না। তার কারণ হিসেবে দেশের অন্যতম প্রধান পাইকারি বাজার খাতুনগঞ্জের আড়তদাররা বলছেন, মিয়ানমারেই এখন পিঁয়াজের দাম চড়া। মিয়ানমার রপ্তানি শুরু করায় দাম আরও বেড়ে যাচ্ছে। ফলে বিক্রেতা বা আমদানিকারকদের দাম কমানোর তেমন সুযোগ তৈরি হচ্ছে না। এখন বন্দর থেকে প্রায় প্রতিদিনই খালাস হচ্ছে পিঁয়াজ। পিঁয়াজের যথেষ্ট মজুদ রয়েছে। গতকাল খাতুনগঞ্জের পাইকারি বাজারে মিয়ানমারের পিঁয়াজ বিক্রি হয়েছে ৫৮ টাকা কেজি। আর পাকিস্তানি, চিনা ও মিসরি পিঁয়াজ বিক্রি হয় ৪৫-৫০ টাকা কেজিতে। এই পিঁয়াজই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকা কেজি দরে। চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. আসাদুজ্জামান বুলবুল জানান, মঙ্গলবার পর্যন্ত সমুদ্রপথে ৩৩০টি আমদানি অনুমতিপত্রের বিপরীতে চট্টগ্রাম বন্দরে আসা ২১ হাজার ৩২১ টন পিঁয়াজের ছাড়পত্র ইস্যু করা হয়েছে। মোট ৫৬৭টি আইপির বিপরীতে ১ লাখ ৯৮ হাজার ৫৫৪ টন পিঁয়াজের আমদানির অনুমতি দেওয়া হয়েছে চট্টগ্রাম কেন্দ্র থেকে। এর বাইরে ঢাকা থেকেও আইপি নিয়েছেন অনেক আমদানিকারক। খাতুনগঞ্জে আড়তদার রিতাপ উদ্দিন বাবু বলেন, পিঁয়াজের আমদানি বাড়ায় সরবরাহও বাড়ছে। তাই পিঁয়াজের দাম আগের চেয়ে কমেছে। তবে যে হারে আমদানি হচ্ছে সে হারে দাম কমছে না। তার কারণ হচ্ছে- এখন মিয়ানমারসহ পিঁয়াজ রপ্তানিকারক দেশগুলোতেও দাম একটু বেশি। এ জন্য দাম কমছে না। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আঞ্চলিক প্রধান জামালউদ্দিন আহমেদ জানান, নগরীর বিভিন্ন স্পটে ১২টি ট্রাকে ৩০ টাকা কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে। প্রতি ট্রাকে ১ টন করে পিঁয়াজ দেওয়া হয়।
শিরোনাম
- মঙ্গলে ছিল পানি, ছিল পরিবেশও—তবুও প্রাণ টেকেনি!
- ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া
- দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস
- কারালের ধ্বংসের পর কী ঘটেছিল? পেনিকো শহর দিচ্ছে নতুন ইঙ্গিত
- ইয়েমেনে দফায় দফায় ইসরায়েলের হামলা
- ইসরায়েলে হুতিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
তবুও কমছে না পিঁয়াজের দাম
বিভিন্ন দেশ থেকে আমদানি হচ্ছে
ফারুক তাহের, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর