রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

গণধর্ষণকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’ শব্দ ব্যবহারের আহ্বান

নারীপক্ষের পোস্টার উন্মোচন

নিজস্ব প্রতিবেদক

গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে নারীবাদী সংগঠন নারীপক্ষ নারীকে ‘গণধর্ষণ’-এর শিকার না বলে ‘সংঘবদ্ধ ধর্ষণ’-এর শিকার, আর তাদের ‘ধর্ষিতা’ না বলে ‘ধর্ষণ’-এর শিকার শব্দ ব্যবহার করার আহ্বান জানিয়েছে। নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে গতকাল অনলাইনে ‘লড়াইটা ভাষারও’ শীর্ষক এক পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে রেহানা সামদানির সভাপতিত্বে প্রতিষ্ঠানটির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে তারা আরও কয়েকটি শব্দের ব্যবহার বিষয়ে কথা বলেন। এগুলো হলো- ‘নির্যাতিতা’ না বলে ‘নির্যাতনের শিকার’ ‘অ্যাসিড দগ্ধ’ না বলে ‘অ্যাসিড আক্রান্ত’ বলা। এ ছাড়াও ‘পতিতা’ শব্দটি ব্যবহার না করে ‘যৌনকর্মী’ শব্দ ব্যবহার করা উচিত বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠানের সভাপতি রেহানা সামদানি বলেন, গণমাধ্যমকর্মীরা তাদের প্রতিবেদন লেখার সময় যাতে এই শব্দগুলো ব্যবহারের ক্ষেত্রে সচেতন হন সে জন্যই আমরা এই পোস্টার উন্মোচনের আয়োজন করেছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর