মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করুন : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করুন : ফখরুল

‘অলাভজনক’ প্রতিষ্ঠানে পরিণত করতেই সরকার রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধ করেছে অভিযোগ করে অবিলম্বে তা খুলে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। তিনি বলেন, ষড়যন্ত্রমূলকভাবে চিনিকলগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতেই সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের এই অদূরদর্শী সিদ্ধান্তে একদিকে আখচাষিসহ চিনিকলের খেটে খাওয়া মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছে, অন্যদিকে বাজারে চিনির সংকটও হবে। আমি অবিলম্বে চিনিকলগুলো খুলে দিয়ে আখ মাড়াই শুরু করার জোর দাবি জানাচ্ছি।

 

রাষ্ট্রায়ত্ত ছয়টি চিনিকল বন্ধ ও তিনটিকে নোটিস প্রদানের সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সরকারের এই ভ্রান্ত সিদ্ধান্ত তৃণমূলের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। আখ চাষের এলাকাগুলোতে বর্তমানে লাখ লাখ একর জমিতে আখ কাটার অপেক্ষায়। ঠিক যে মুহূর্তে কৃষকরা আখ কাটবে, সেই মুহূর্তে সরকারের এই হঠকারী সিদ্ধান্তে কৃষকরা দিশাহারা হয়ে পড়েছে। তিনি বলেন, এই চিনিকলগুলো (বন্ধ মিল) সুনামের সঙ্গে যুগ যুগ ধরে চিনি উৎপাদন করে এসেছে। এগুলো বর্তমানে অলাভজনক প্রতিষ্ঠান হওয়ার কারণ সর্বস্তরে বর্তমান শাসকগোষ্ঠীর একক নিয়ন্ত্রণ, লুটপাট, দুর্নীতি এবং অব্যবস্থাপনা। তিনি অভিযোগ করে বলেন, চিনিকলগুলোর পরিচালনা পর্ষদে ক্ষমতাসীন দলের এমপি ও নেতা-কর্মীদের সংযুক্ত করে তাদের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে লুটপাট ও দুর্নীতি করা হচ্ছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এ চিনিকলগুলোতে চিনি, চিটাগুড় এবং যন্ত্রপাতি বিক্রয়ের টেন্ডার নিয়ন্ত্রণ করে কমমূল্যে তারা নিজেরাই ক্রয় করে নিচ্ছে। চিনিকলগুলোতে ইচ্ছামতো দলীয় লোকদের মাস্টাররোলে চাকরির নামে কোনো কাজ না করিয়ে বেতন-ভাতা দিচ্ছে। যার ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে ভারত থেকে নিম্নমানের চিনি আমদানি করে বাজারে উচ্চমূল্যে বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর