কারিগরি শিক্ষায় অটো প্রমোশন দেওয়া হবে না। অটো প্রমোশন দিলে তারা ভবিষ্যতে চাকরিদাতাদের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে। এই সুদূরপ্রসারী নেতিবাচক ফলাফল থেকে রক্ষার জন্যই বিকল্প পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের জন্য সংক্ষিপ্ত পরীক্ষা পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান এসব কথা বলেন। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে সচিব আমিনুল ইসলাম খান বলেন, শিক্ষার্থীদের একটি অংশ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, সমাবেশ ও সড়ক অবরোধ করেছেন এবং বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছেন। তারা সম্পূর্ণ অযৌক্তিকভাবে সাধারণ ছাত্র ও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন ।
সচিব বলেন, করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের ইতিমধ্যে যে একটি সেমিস্টারের সময় নষ্ট হয়েছে সেটি পূরণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কৌশলগত পরিকল্পনা গ্রহণ করেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের আগামী সেমিস্টারসমূহে পরিমার্জিত সিলেবাস প্রণয়নের মাধ্যমে ছয় মাসের পরিবর্তে শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক সহায়তায় চার মাসে সেমিস্টার সম্পন্ন করা, ন্যূনতম সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফলাফল ঘোষণা, অতিরিক্ত সেশন পরিচালনা ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা হবে।
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোরাদ হোসেন মোল্লাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।