রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

৫৫ বছরের নিচে কেউ করোনা টিকার নিবন্ধন করতে পারবে না : পলক

নাটোর প্রতিনিধি

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সম্মুখযোদ্ধারা ছাড়া ৫৫ বছরের নিচে কোনো মানুষ আইসিটি মন্ত্রণালয়ের সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে পারবেন না। তবে ৫৫ বছরের নিচে সম্মুখযোদ্ধাদের তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হলে আইসিটি মন্ত্রণালয় তাদের নিবন্ধনের আগেই স¤পূর্ণ করে রাখবে বলেও জানান তিনি। গতকাল নাটোরের সিংড়া পৌরসভা নির্বাচনে গোল-ই আফরোজ কলেজের ভোট কেন্দ্রে ভোট প্রদান শেষে স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন পলক। এ সময় প্রতিমন্ত্রী ৫৫ বছরের নিচে সম্মুখযোদ্ধাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করেন। স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক, জনপ্রতিনিধিদের কেন্দ্রীয়ভাবে তালিকা না পাঠানো হলে নিজ নিজ জেলার স্বাস্থ্য বিভাগে তালিকা প্রদানের অনুরোধ জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সঠিকভাবে টিকা প্রদানের জন্য পুরো ভ্যাকসিন কার্যক্রমকে ডিজিটাল রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর