বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সাংবাদিক নির্যাতনে উত্তাল সুনামগঞ্জ, আটক ৪

সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন নির্যাতনের শিকার দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি কামাল হোসেন রাফি। গতকাল বিকালে তাহিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়। গুরুতর আহত ওই সাংবাদিক সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আদিম কায়দায় সাংবাদিককে নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ সাংবাদিকরা গতকাল জেলার বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের সাংবাদিকরা। এর আগে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। মামলার আসামিরা হলেন- উপজেলার ঘাঘটিয়া গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে মাহমুদ আলী শাহ (৩৮), মৃত আমানত আলীর ছেলে রইছ উদ্দিন (৪০), মৃত গোলাম হোসেনের ছেলে দ্বীন ইসলাম (৩৫), মৃত ছাদেক আলী তালুকদারের ছেলে মোশাহিদ তালুকদার (৪৫), মৃত তাজুদ আলীর ছেলে মনির উদ্দিন মেম্বার (৫২)। মামলায় ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সোমবার রাতে উপজেলার ঘাঘটিয়ায় ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। এরা হলেন, ঘাঘটিয়া গ্রামের সামছু মিয়ার ছেলে ফয়সাল আহমদ, শাহনুর মিয়ার ছেলে আনহারুল ইসলাম, ছবিরুল ইসলামের ছেলে তাহির হোসেন ও গোলাম হোসেনের ছেলে মাসবিরুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের ঘটনায় আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। এর আগে ভিডিও ফুটেজ দেখে চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিক কামাল হোসেনকে নির্যাতনের ঘটনায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের বিক্ষুব্ধ সাংবাদিকরা। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ জেলার বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গতকাল দুপুরে শহরের আলফাত স্কয়ারে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, তাহিরপুরের জাদুকাটা নদীর তীর কেটে বালু উত্তোলন করে পরিবেশের চরম ক্ষতি করছিল একটি চিহ্নিত সিন্ডিকেট। সাংবাদিক রাফি সেই অপকর্মের সংবাদ প্রকাশের জন্য ছবি তুলতে গিয়ে বালুখেকোদের হাতে নির্যাতনের শিকার হন। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। সংগঠনের সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাসুম হেলাল, সাংবাদিক সেলিম আহমদ তালুকদার, হিমাদ্রী শেখর ভদ্র, আমিনুল ইসলাম, সিদ্ধার্থ রঞ্জন আচার্য্য, শামসুল কাদির মিছবাহ, একে কুদরত পাশা, জসিম উদ্দিন, আমিনুল হক, শহীদ নূর আহমেদ, কর্ণবাবু দাস প্রমুখ। উল্লেখ্য, সোমবার দুপুরে তাহিরপুরের জাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন করছিল একটি বালুখেকো সিন্ডিকেট। এ ঘটনার ছবি তুলতে যান সাংবাদিক কামাল হোসেন রাফি। ছবি তুলতে দেখে নদী তীর কাটার সঙ্গে জড়িতরা তাকে মারধর করে। পরে ঘাঘটিয়া চকবাজারে নিয়ে গাছের সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। পরে পুলিশ এসে তাকে সন্ত্রাসীদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যায়। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর