চাকরির ক্ষেত্রে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালসহ সাত দফা দাবিতে গতকাল প্রায় সাত ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামে একটি সংগঠন। সন্ধ্যার দিকে লাঠিচার্জ ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে, সকাল থেকে অবরোধ শুরু করে সংগঠনটি। এতে প্রায় ৫ শতাধিক নেতা-কর্মী যোগ দেন। তারা বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন। ফলে মোড়ের চারপাশের রাস্তায় তীব্র যানজট তৈরি হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনকারীদের কয়েকজনকে লাঠিচার্জ ও পাঁজাকোলা করে রাস্তা থেকে সরিয়ে নেয় পুলিশ। একপর্যায়ে জলকামানও ব্যবহার করা হয়। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। কয়েকজন পানিতে ভিজে রাস্তায় বসে থাকলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ নামে সংগঠনের ঢাকা বিভাগের আহ্বায়ক হালদার মামুন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি করছিলাম। এরমধ্যেই বিনা উস্কানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। জলকামান ব্যবহার করে। এতে কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আগামীতে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় একজনকে আটকের কথাও জানান তিনি। তবে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশিদ জানান, ‘কাউকে আটক করা হয়নি। তাদের উঠিয়ে দেওয়া হয়েছে’। আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, সব চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করা; সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে মর্যাদা নির্ধারণ করা; মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে শহীদ মুক্তিযোদ্ধা ও অসুস্থ মুক্তিযোদ্ধার পরিবারের একজন প্রতিনিধিকে ভোটার এবং ১৯৭২-এর সংজ্ঞা অনুযায়ী ভুয়ামুক্ত তালিকা প্রণয়ন করা; সিনেমা, সিরিয়াল নাটকে মন্দ চরিত্রে মুজিব কোট পরা নিষিদ্ধ করাসহ মন্দ লোকদের মুজিব কোট পরা যাবে না, এই মর্মে আইন পাস করা; মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা; মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা নির্যাতন, জমি দখল এবং দুর্নীতি, মাদক, ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ কঠোর আইন প্রণয়ন এবং হাসপাতাল, সরকারি অফিস, বিমানবন্দরসহ সর্বক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দেওয়া।
শিরোনাম
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২
- ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন নিয়ে অসন্তোষ, আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ
- ‘এই দেশের জনগণ তারেক রহমানকেই আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়’
- মাহবুবউল আলম হানিফের শ্যালকসহ গ্রেফতার ৬ জন
- নির্বাচন ও গণভোট একই দিনে হতে হবে : মির্জা ফখরুল
- জাতির মুক্তি হয়েছিল এই ৭ নভেম্বর : রিজভী
- অনলাইনে আর্থিক প্রতারণা নিয়ে পুলিশের সতর্কবার্তা
কোটা বহাল দাবিতে শাহবাগে অবরোধ, পুলিশের লাঠিচার্জ
আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর