‘সুরক্ষিত’ চট্টগ্রাম কারাগার হয়ে পড়েছে অরক্ষিত। ভঙ্গুর নিরাপত্তা ব্যবস্থা, অরক্ষিত সীমানা প্রাচীর এবং কঠোর নজরদারির অভাবে কারাগারের ভিতর বাইরে ঘটছে একের পর এক ঘটনা। এতে বার বার প্রশ্ন উঠছে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। যদিও কারা কর্তৃপক্ষ লোকবল সংকটের কারণেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে না পারার কথাই জানিয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বলেন, ‘বন্দি পলায়নের ঘটনার পর গঠিত পৃথক দুটি তদন্ত কমিটি কারাগারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন। নিরাপত্তা ব্যবস্থার যদি ঘাটতি থাকে তা তদন্ত প্রতিবেদনে উল্লেখ থাকবে। তদন্ত কমিটি কিছু সুপারিশও করবেন। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের কোনো সুপারিশ থাকলেও যে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’ নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক কর্মকর্তা বলেন, ‘চট্টগ্রাম কারাগারের সবচেয়ে বড় সংকট হচ্ছে লোকবল। কারাগারে ৩৫১ জন কারারক্ষী থাকলেও তার মধ্যে প্রায় ১০০ জন থাকেন মেডিকেল ডিউটি ও অন্যান্য ছুটিতে। বাকি ২০০ জনকে দিয়ে পাঁচ শিফটে ডিউটি করাতে হয়। যা ৯ হাজার বন্দির নজরদারি ও কারাগারের নিরাপত্তার জন্য খুবই নগণ্য। লোকবলের কারণে প্রয়োজনীয় নিরাপত্তা বলয় তৈরি করা যাচ্ছে না। বার বার ঘটনা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কিছুই করার থাকছে না।’ জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ধারণক্ষমতা ১ হাজার ৮৫৩ হলেও এখানে ৪২টি সেলে গড়ে সাড়ে ৮ হাজার থেকে ৯ হাজার বন্দি থাকেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ভয়ঙ্কর জঙ্গী। অথচ এসব ভয়ঙ্কর অপরাধীদের নজরদারি এবং কারাগারের নিরাপত্তায় দায়িত্ব রয়েছে সীমিত সংখ্যক কারারক্ষী ও নিরাপত্তা সদস্য। তার উপর যুক্ত হয়েছে কারাগারের সীমানা প্রাচীর লাগোয়া বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে উপচেপড়া ভিড়। বন্দিদের রাখার জন্য পাঁচ তলা বিশিষ্ট যমুনা ভবনের পেছনের সীমানা প্রাচীর থাকলেও নিরাপত্তা ব্যবস্থা বেশ নড়বড়ে। পূর্ব পাশের সীমানা প্রাচীরে কাঁটাতারের বেড়া থাকলেও তাতে রয়েছে বড় বড় ছিদ্র। এছাড়া ওই সামীনা প্রাচীর দিয়ে যে কেউ পারাপার করতে পারবে সহজে। এছাড়া দক্ষিণ পাশের কাঁটাতারের ফাঁক দিয়ে আসা যাওয়া করা যায় সহজে। তার উপর সীমানা প্রাচীরের কাছাকাছি তৈরি করা হচ্ছে নতুন আরেকটা ভবন। ওই ভবন থেকে পালিয়ে যে কেউ পালাতে পারে যে কোনো সময়। সর্বশেষ নির্মাণাধীন ওই ভবন থেকেই হত্যা মামলার আসামি রুবেল পালিয়ে যায়। শুধু রুবেল নয় এর আগে ২০১২ সালে এবং ২০১৫ সালে কারাগার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে আরও দুই জন বন্দি। ২০১১ সালে দুই কয়েদি টয়লেটের ভেন্টিলেটর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। শুধু পালিয়ে যাওয়ার প্রচেষ্টা নয়, নিরাপত্তা ঘাটতির কারণে খুনেরও ঘটনা ঘটে। ২০১৯ সালের ২৯ মে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে খুন হন রেলের দরপত্র নিয়ে জোড়া খুনসহ অন্তত ১৭টি মামলা আসামি অমিত মুহুরী।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল