বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

খুলনার উপকূলে বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার উপকূলে বেড়িবাঁধে ভাঙন আতঙ্ক

খুলনার কয়রা মহারাজপুরে দশালিয়া থেকে হোগলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার বেড়িবাঁধ জরাজীর্ণ হয়ে পড়েছে। গত দুই দিনে বাঁধের বিভিন্ন স্থানে ছিদ্র দিয়ে লোকালয়ে নদীর লোনা পানি ঢুকছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসী। জানা যায়, ২০২০ সালের মে মাসে জোয়ারের পানিতে দশালিয়ায় বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়। দীর্ঘদিনেও এখানে টেকসই বাঁধ নির্মাণ করা হয়নি। স্থানীয় কৃষক আজিজুর রহমান বলেন, চিংড়ি ঘেরে পানি ঢুকাতে বাঁধে ছিদ্র করে নদী থেকে পাইপের মাধ্যমে পানি ওঠানো হয়। এতে বাঁধ নাজুক নড়বড়ে হয়ে গেছে। ওই ছিদ্র দিয়ে এখন জোয়ারের পানি লোকালয়ে ঢুকছে। বাঁধ ভাঙলে কয়েকটি গ্রাম পানিতে ভেসে যাবে। পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা (এসও) মশিউল আবেদীন বলেন, তাৎক্ষণিক পানি বন্ধের জন্য কাজ শুরু হয়েছে। এ ছাড়া ১৪ ফুট রাস্তা চওড়া করে ৪৮০ মিটার রাস্তার কাজও চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর