রবিবার, ৯ মে, ২০২১ ০০:০০ টা

হালদা নদী থেকে ১ হাজার মিটার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্যপ্রজনন ক্ষেত্র এবং বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হাটহাজারী উপজেলার সাত্তারঘাট থেকে আজিমের ঘাটা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত পরিচালিত অভিযানে জালগুলো জব্দ করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন এ অভিযান পরিচালনা করেন।  মোহাম্মদ রুহুল আমীন বলেন, এখন হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার মৌসুম চলছে। মা মাছ ডিম ছাড়তে হালদায় বিচরণও শুরু করেছে। একই সময়ে মা মাছ শিকারিদের তৎপরতাও বেড়ে গেছে। তারা এখন দিনের পরিবর্তে রাতের বেলায় জাল বসাতে তৎপর। তাই উপজেলা প্রশাসন রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। গত শুক্রবার রাত ৯টায় খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১ হাজার মিটার ঘেরা জাল জব্দ করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর