আমাদের সমাজে নারীর কাজের যথাযথ মূল্যায়ন নেই। রাষ্ট্রীয় পর্যায়েও নারীদের সব কাজের স্বীকৃতি নেই। নারীর অমূল্যায়িত কাজের মূল্যায়নের জন্য নৈতিক ও আইনি স্বীকৃতি নিশ্চিত করতে হবে। লিঙ্গবৈষম্য নিরসনের জন্য নারীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য জাতীয় বাজেটে নারী উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখা জরুরি। করোনাকালীন পরিস্থিতিতে বরাদ্দ বাড়ানো এবং এই বরাদ্দ সুষ্ঠু বণ্টনে নজরদারি জোরদার করা অত্যাবশ্যক। গতকাল ‘কভিড পরিস্থিতিতে জেন্ডারবান্ধব বাজেট : নারীর অমূল্যায়িত কাজের মূল্যায়ন’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন। কালের কণ্ঠ ও মানুষের জন্য ফাউন্ডেশন এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কণ্ঠ সম্পাদক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন। আলোচনায় অংশ নেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্টের সিনিয়র রিসার্স ফেলো ড. নাজনীন আহমেদ, কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ইসমত আরা বেগম,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা আশরাফুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হক, সমাজসেবা অধিদফতরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, মহিলাবিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. শেখ মুসলিম মুন ও আইএলওর জেন্ডার বিশেষজ্ঞ শাম্মিন সুলতানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি আজিজুল পারভেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জেন্ডার অ্যাডভাইজর বনশ্রী মিত্র নিয়োগী।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা