গত বছর এপ্রিল-মে মাসে খুলনা নগরীর বিভিন্ন স্থানে পানির স্তর (স্থিতি অবস্থা) ছিল ২৮ থেকে ৩১ ফুটের মধ্যে, সেখানে চলতি বছরের মে মাসে কোথাও কোথাও তা সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ ফুটে নেমেছে। বৃষ্টি না হলে পানির স্তর আরও নিচে নামবে এবং তাতে নগরীর ৮০ থেকে ৯০ ভাগ নলকূপে পানি না ওঠার মতো পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। খুলনা ওয়াসার জরিপ অনুযায়ী, গত ২২ এপ্রিল বানরগাতী সরওয়ার্দী কলেজ পাম্প এলাকায় পানির স্তর নিচে নেমে যায় প্রায় ৩৭ ফুট। এর আগে ১৯ এপ্রিল ফেরিঘাট ট্যাংক এলাকায় পানির স্তর ছিল ৩৮.০৪ ফুট ও ট্রাক টার্মিনাল পাম্প এলাকায় পানির স্তর ছিল ৩৭.৭২ ফুট নিচে। খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, খুলনায় প্রতি বছরই পানির স্তর আগের বছরের তুলনায় ৬-৭ ইঞ্চির বেশি নামছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে বৃষ্টি না হওয়ায় পানির স্তর আগের বছরের তুলনায় প্রায় চার ফুট বেশি নিচে নেমে গেছে। সাবমার্সিবল পাম্পের মাধ্যমে অপরিকল্পিতভাবে পানি তোলার ফলে মাটির নিচের একটা স্তরে পানিশূন্যতা তৈরি হচ্ছে। একটা বড় পাম্প চালালে প্রায় ১ হাজার ফুট নিচে থেকেও পানি তুলে আনে। এভাবে ঘন ঘন সাবমার্সিবল পাম্প স্থাপন করে পানি তুললে আশপাশ এলাকার পানির স্তর আরও নিচে নেমে যাবে। জানা যায়, বর্তমানে খুলনা মহানগরীর পানির চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ করতে পারে খুলনা ওয়াসা। ফলে নগরবাসী নিজেদের উদ্যোগে হাতে চালানো নলকূপ ও নলকূপে পাম্প লাগিয়ে পানি তুলছে। এখন পানির স্তর নিচে নেমে যাওয়ায় কেসিসির ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ৭, ১০, ১১, ১২, ১৪, ১৫, ১৭, ১৯, ২১, ২৩ ও ২৯ নম্বর ওয়ার্ড এলাকায় গভীর নলকূপেও পানি উঠছে না। ফলে এখানকার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাহনেওয়াজ নাজিমুদ্দিন আহমেদ বলেন, শহরের অধিকাংশ বাড়ির মালিকই সাবমার্সিবল পাম্প দিয়ে পানি তুলছেন। এতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় গভীর নলকূপ থেকে পানি উঠছে না। খাবার পানিসহ নিত্য ব্যবহার্য কাজে পানি পাচ্ছে না নগরবাসী। এদিকে ২০০৯ সালে সিটি করপোরেশনের জরিপে বলা হয়- খুলনায় মাটির তলদেশ থেকে পানি তুললে ভবিষ্যতে এখানকার পরিবেশ বিপন্ন হবে। সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, ওই সময় থেকেই মাটির তলদেশ থেকে পানি তুলতে নিরুৎসাহিত করা হচ্ছে।
শিরোনাম
- চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- বাগেরহাটে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
- নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ: ইসি সচিব
- এশিয়ান গেমসের স্বর্ণজয়ী খেলোয়াড়ের মরদেহ উদ্ধার
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৮৩
- এমআরআই পরীক্ষা করিয়েছেন ট্রাম্প
- এনসিএল চলাকালে স্ট্রোকে বরিশালের ফিজিওর মৃত্যু
- যুক্তরাজ্যে গবেষক ভিসার খরচ আন্তর্জাতিক গড়ের তুলনায় ২২ গুণ বেশি
- ২০ বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু সংবিধি পাস
- মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা
- প্রেসেনজা ইন্টারন্যাশনাল প্রেসের ঢাকা ব্যুরো অফিস উদ্বোধন
- ধানের শীষকে বিজয়ী করতে মুখ্য ভূমিকা রাখতে হবে যুবদলকে: খায়ের ভূঁইয়া
- ‘ডেডলি কম্বো’: চা ও সিগারেট একসাথে খাওয়া বাঁচার বয়স কমাতে পারে
- জাবেদের অর্থ পাচার এখনও চলছে, এস আলম-আরামিট গ্রুপের যোগসাজশ
- চট্টগ্রাম মেডিকেল কলেজে বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ উদযাপন
- প্রাথমিকের ৫ ক্যাটাগরির পদে নিয়োগের ফল প্রকাশ
- প্রধান উপদেষ্টার সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক বিকেলে
- সমস্যায় জর্জরিত চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম : স্বাস্থ্য উপদেষ্টা
- বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
- ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি : সালাহউদ্দিন
খুলনায় পানির স্তর ক্রমেই নিচে নামছে ভয়ংকর পরিস্থিতির আশঙ্কা
৮০-৯০ ভাগ নলকূপে পানি উঠছে না
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর