বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

সিলেট বিভাগে ৩০ লাখ অসহায় পেলেন সরকারি ত্রাণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

করোনা আতঙ্ক ও সংক্রমণরোধে সরকারি বিধিনিষেধের কারণে কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। কমে গেছে অনেকের আয়। বন্ধ হয়ে গেছে অনেকের আয়ের উৎস। কেউ কেউ হারিয়েছেন চাকরি। এ অবস্থায় সংকটেপড়া অসহায় ও বিপদগ্রস্ত মানুষদের খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছে সরকার। সিলেট বিভাগেও এরকম সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। গতকাল পর্যন্ত বিভাগের চার জেলা মিলিয়ে সরকারি এই মানবিক সহায়তা পেয়েছেন ৩০ লাখ ২১ হাজার ৪৫ জন। সিলেট বিভাগীয় তথ্য অধিদফতর এ তথ্য নিশ্চিত করেছে। তথ্য অধিদফতর জানায়, সিলেট জেলায় ত্রাণ সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে ২ কোটি ৬৭ লাখ ৪৬ হাজার টাকা। এ সহায়তায় উপকারভোগী হয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৩২২ জন। এ ছাড়া সিলেট মহানগরের ৫০০ পরিবারের প্রায় ৫ হাজার লোকের মধ্যে বিতরণ করা হয় ১০ লাখ টাকা। সিলেটে ভিজিএফ হিসেবে ২ লাখ ৯৯ হাজার ৩৭২ জন উপকারভোগীর মধ্যে বিতরণ করা হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৭৩ হাজার ১০০ টাকা। হবিগঞ্জ জেলায় ত্রাণ সহায়তা হিসেবে ২ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এতে উপকারভোগীর সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৫৩৮ জন। হবিগঞ্জে ভিজিএফের আওতায় ৬ লাখ ১৯ হাজার ৩৪৩ জন উপকারভোগী পেয়েছেন ৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার ২০০ টাকা। সুনামগঞ্জে ত্রাণ সহায়তা হিসেবে ২ লাখ ৪৬ হাজার ৬০০ জন উপকারভোগী পেয়েছেন ২ কোটি ৬১ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া সুনামগঞ্জে ভিজিএফের আওতায় ৭ কোটি ১৬ লাখ ৯৮ হাজার ৯৫০ টাকা পেয়েছেন উপকারভোগী ৭ লাখ ৯৬ হাজার ৬৫৫ জন। এ ছাড়াও শিশুখাদ্যের জন্য ১১ লাখ টাকা বিতরণ করা হয় ২ হাজার ২০০ পরিবারের মধ্যে। মৌলভীবাজারে ত্রাণ সহায়তা হিসেবে ২ কোটি ১৩ লাখ ৯৫ হাজার টাকা বিতরণ করা হয় ২ লাখ ১৩ হাজার ৯৫০ জন উপকারভোগীর মধ্যে। এ জেলায় ভিজিএফের ৩ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৮৫০ টাকা পেয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ২৬৫ জন। এ ছাড়াও শিশুখাদ্য হিসেবে ৭ লাখ ও গোখাদ্য হিসেবে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

সর্বশেষ খবর