বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

উপকূলীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে নিন

নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় জনগণকে নিরাপদ আশ্রয়ে নিন

উপকূলীয় এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ গতিপথ পরিবর্তন করে ভারতের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হতে পারে। এতে ক্ষয়-ক্ষতির সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব নিরাপদ আশ্রয়ে সরে আসার জন্য উপকূলীয় এলাকার জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের প্রতি সতর্ক থাকা ও উপকূলবর্তী এলাকার জনগণকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনার জন্যও আহ্বান জানান তিনি। এ ছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজেদের নিরাপত্তা বজায় রেখে জনগণের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

সর্বশেষ খবর