বুধবার, ২৬ মে, ২০২১ ০০:০০ টা

শেয়ারবাজারের লেনদেন ২ হাজার কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের তৃতীয় দিনে বড় ধরনের উত্থানের সঙ্গে ২ হাজার কোটি টাকার লেনদেন ছাড়িয়েছে শেয়ারবাজারে। বেশিরভাগ ব্যাংক ও বীমা খাতের কোম্পানির শেয়ার দর বৃদ্ধির প্রভাব পড়েছে সূচকের উত্থানেও। চলতি মাসে দ্বিতীয়বারের মতো লেনদেনের পরিমাণ দুই হাজার কোটি টাকা ছাড়ায়।  গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উত্থান হয়েছে। মূল্যসূচকের এই উত্থানে প্রধান ভূমিকা রেখেছে ব্যাংক ও বীমা খাতের কোম্পানিগুলো। দুই বাজারেই সিংহভাগ ব্যাংক ও বীমা কোম্পানির শেয়ার দাম বেড়েছে। দিনের  লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৪ পয়েন্টে উঠে আসে। ডিএসইতে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে ২৮টির শেয়ার দাম বেড়েছে। দুটির  শেয়ার দাম কমেছে। আর একটির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে বীমা খাতে তালিকাভুক্ত ৫০টি  কোম্পানির মধ্যে ৪২টির শেয়ার দাম বেড়েছে। দাম কমেছে ৬টির। আর দুটির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনে অংশ নেওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১৫০টির এবং ৪৬টির দাম অপরিবর্তিত রয়েছে। এদিকে দিনভর ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৮ কোটি ৮২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি  লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের শেয়ার।  কোম্পানিটির ১৪১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দিনশেষে প্রতিষ্ঠানটির শেয়ার দর ছিল ৮৬ টাকা ১০ পয়সা। আগের দিন ছিল ৮৭ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৫৩ কোটি ৮ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৪ কোটি ৪৪ লাখ টাকার  শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩০ লাখ টাকা।  লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪৬টির দাম বেড়েছে। দাম কমেছে ১১৯টির এবং ২৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর