চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন দাবি করেন, আওয়ামী লীগের অনেক নেতা রাজনীতি না করে বড় বড় পোস্ট পেয়েছেন। যারা রাজনীতির সঠিক ইতিহাস না জেনেই বড় বড় কথা বলেন। গতকাল সকালে নগর বিএনপির কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী পালনের প্রস্তুতিসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন তিনি। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের দেওয়া এক বক্তব্যের বিরোধিতা করে ডা. শাহাদাত বলেন, ‘এখন হাইব্রিড অনেক নেতার উদ্ভব হয়েছে। যারা রাজনীতি না করে বড় বড় পোস্ট পেয়ে গেছেন। তারা রাজনীতির সঠিক ইতিহাস জানেন না। এতোদিন কোনো রাজনীতিবিদ পুরাতন সার্কিট হাউজে প্রতিষ্ঠিত জিয়া স্মৃতি জাদুঘর নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু হাইব্রিড রাজনীতিবিদরা বলছেন। যা দুঃখজনক।’ শাহাদাত অভিযোগ করে বলেন, ‘আপনারা দেখেছেন সাংবাদিক রোজিনাকে কীভাবে অপদস্থ করা হয়েছে। এখানে মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। মানবাধিকার নেই। সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।
সাজানো মামলা দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।’
এর আগে বিএনপির প্রতিষ্ঠাতার ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর, বিএনপি নেতা এম এ আজিজ, কামরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।