মঙ্গলবার, ১ জুন, ২০২১ ০০:০০ টা

ব্যাংক প্রণোদনার সুবিধাভোগী ১ কোটি ২৪ লাখ গ্রাহক

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর আর্থিক প্রবৃদ্ধি ধরে রাখতে ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের ১ কোটি ২৪ লাখ গ্রাহক সুবিধা পেয়েছেন। এ প্রণোদনা প্যাকেজের মোট ৮৩ হাজার ৫৩ কোটি টাকা অর্থাৎ মোট প্যাকেজের প্রায় ৮৩ ভাগ ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। গতকাল প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের বাস্তবায়ন অগ্রগতি শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক কর্মকান্ড পুনরুজ্জীবিতকরণ, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা অক্ষুণœ রাখার লক্ষ্যে ২৩টি আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এ প্যাকেজে ২৩টি আর্থিক প্রণোদনা প্যাকেজের মধ্যে নয়টি প্যাকেজ/কার্যক্রমের সঙ্গে বাংলাদেশ ব্যাংক সরাসরি সম্পৃক্ত। এসব প্যাকেজ বাস্তবায়নের অগ্রগতিতে দেখা যায়, দেশের ক্ষতিগ্রস্ত বৃহৎ শিল্প ও সার্ভিস সেক্টর, ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প, কৃষি খাতে পুনঃঅর্থায়ন স্কিম, নিম্নআয়ের পেশাজীবী, কৃষক/ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য পুনঃঅর্থায়ন স্কিম, ৪ ভাগ রেয়াতি সুদ হারে কৃষিঋণ প্রদান, ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় ঋণ বিতরণ, উৎপাদন বৃদ্ধি, দারিদ্র্যবিমোচন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর