শিরোনাম
মঙ্গলবার, ২২ জুন, ২০২১ ০০:০০ টা

রাতে গাড়ি রেসে মেতে ওঠা ধনীর দুলালদের ধরল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মহাখালী ফ্লাইওভারের ওপরে বনানী থেকে জাহাঙ্গাীর গেট হয়ে বিজয় সরণি পর্যন্ত রাস্তায় মাঝরাত থেকে গাড়ি রেসে মেতে উঠত গুলশানের কিছু বখে যাওয়া যুবক। ভোর পর্যন্ত অস্বাভাবিক আওয়াজের সঙ্গে অতি উচ্চগতিতে চলত প্রতিযোগিতা। বৃহস্পতিবার রাত হলেই আয়োজন করা হতো ড্রাগ রেস নামক গাড়ি রেসের খেলার। এতে রাস্তার উভয় পাশে অবস্থিত বাড়ি ঘরের বাসিন্দাদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। পরে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে পাঁচটি গাড়িসহ পাঁচ ধনীর দুলালকে গ্রেফতার করেছে পুলিশ। তবে, তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা জানান, বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে বার্তা পাঠিয়ে এক সচেতন নাগরিক এ বিষয়ে অভিযোগ করেন।

 তাৎক্ষণিকভাবে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বার্তাটি পাঠিয়ে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এরই পরিপ্রেক্ষিতে ডিসি গুলশানের বিশেষ উদ্যোগ ও সমন্বয়ে গত রবিবার রাতে গুলশান বিভাগ ও গুলশান ট্রাফিক বিভাগ যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে উচ্চগতিতে এবং উচ্চশব্দে হর্ন বাজিয়ে গাড়ি চালানোয় লিপ্ত থাকার অভিযোগে পাঁচটি গাড়িসহ চালকদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনবিরক্তি ও জনউপদ্রব বন্ধে এ ধরনের অভিযান চলবে।

সর্বশেষ খবর