শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

শেষ হলো তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

শেষ হলো তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

শিল্পকলা একাডেমির আয়োজনে শেষ হয়েছে আটদিনের ‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব।’ গতকাল ভার্চুয়াল এই উৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্রকার সৈয়দ সালাউদ্দিন জাকী, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমান, সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সারা দেশের চলচ্চিত্র নির্মাতাদের কাছ থেকে প্রায় ৪০০টি চলচ্চিত্র থেকে উৎসব উপলক্ষে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট সিলেকশন কমিটি ১১৯টি চলচ্চিত্র (৮১টি কাহিনি চলচ্চিত্র ও ৩৮টি প্রামাণ্য চলচ্চিত্র) উৎসবে প্রদর্শন করা হয়। সমাপনীতে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উভয় ক্ষেত্রে পৃথকভাবে ৭টি বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা এবং বিশেষ জুরি পুরস্কার, শ্রেষ্ঠ চিত্রগ্রহণ, শ্রেষ্ঠ সম্পাদনা, শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা, শ্রেষ্ঠ প্রযোজনা পরিকল্পনায় পুরস্কার দেওয়া হয়। দেশীয় চলচ্চিত্রের বিকাশ ও উন্নয়নে গত ১৮ জুন অনলাইন প্লাটফর্মে শুরু হয় আটদিনের এই উৎসব। বিশ্ব সংগীত দিবসে ভার্চুয়াল আসর : বিশ্ব সংগীত দিবস পালনে সপ্তাহব্যাপী ভার্চুয়াল সংগীতাসরের আয়োজন করেছে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ। সাতদিনের এই আয়োজন সাজানো রয়েছে সাতটি বিষয়ভিত্তিক গানের ওপর।

গতকাল ছিল এই আসরের পঞ্চম দিন। আয়োজন সাজানো ছিল দেশাত্মবোধক গান দিয়ে। সাতজন শিল্পীর প্রত্যেকের দুটি করে মোট চৌদ্দটি গান দিয়ে সাজানো ছিল আসরের এদিনের আয়োজন। আসরে সংগীত পরিবেশন করেন সংগীত ভবনের সঞ্চিতা দত্ত, রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সৃজ্যোতি রায়, অভ্যুদয়ের পরেশ ভৌমিক, মহীরুহের বিপ্লব কুমার ভক্ত, উত্তরায়ণের মৌমিতা পাল, মন্দিরা শিল্পীগোষ্ঠীর নদী ইসলাম ও নিবেদনের শিল্পী চট্টোপাধ্যায়। সঞ্চিতা দত্ত পরিবেশন করেন ‘ভেবো না গো মা’ ও ‘একতারা লাগে না আমার’, সৃজ্যোতি রায় গেয়ে শোনান ‘মাগো ধন্য হলো জীবন’ ও ‘এই বাংলার মাটিতে’, পরেশ ভৌমিকের কণ্ঠে গীত হয় ‘বাংলা আমার আমি বাংলার’ ও ‘আজ তোমাদের কথা মনে পড়ে’, বিপ্লব কুমার ভক্ত পরিবেশন করেন ‘সাঁঝের বেলায় পাখি ফিরে’ ও ‘আমার দেশের মতন এমন দেশ’, মৌমিতা পাল গেয়ে শোনান ‘দিগন্ত জোড়া মাঠ’ ও ‘আমার মায়ের মতো মা’ নদী ইসলামের কণ্ঠে গীত হয় ‘এই পদ্মা এই মেঘনা’ ও শিল্পী চট্টোপাধ্যায় পরিবেশন করেন ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’ ও ‘প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে’। ২৭ জুন শেষ হবে সাতদিনের এই অনলাইন সংগীতাসর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর