শনিবার, ২৬ জুন, ২০২১ ০০:০০ টা

বান্দরবানে ইমাম ওমর ফারুক হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বভৌমত্ব ও রাষ্ট্র কাঠামোকে আরও সুসংহত করতে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীকে অবিলম্বে কঠোরভাবে দমন করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা এ কে এম আশরাফুল হক গতকাল এক বিবৃতিতে এই দাবি জানান। তিনি বান্দরবানে ইমাম ওমর ফারুক ত্রিপুরাকে নৃশংস হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আরও বলেন, ‘সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে আজ মুসলমানরাই নিরাপত্তাহীন হয়ে পড়েছেন। দুঃখজনকভাবে আজ পার্বত্য চট্টগ্রামের মুসলমানরা নিজগৃহে পরবাসী। মুসলিম জনগোষ্ঠীসহ বাঙালিদের জান-মাল, ইজ্জত-আব্রু চরম শঙ্কায় রয়েছে। পাহাড়ি সন্ত্রাসীদের উৎপাতে পার্বত্যাঞ্চল আজ সন্ত্রাসের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর