বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

অভুক্তদের মধ্যে খাবার বিতরণ পিবিআইর

নিজস্ব প্রতিবেদক

১৪০০ পথশিশু ও অভুক্তদের মাঝে খাবার বিতরণ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা মেট্রো দক্ষিণ। গত ১ জুলাই থেকে সপ্তাহব্যাপী এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে কঠোর লকডাউন। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের এবং হতদরিদ্র মানুষরা। তাদের সাহায্যে মানবিক বিবেচনায় পিবিআই ঢাকা মেট্রো দক্ষিণের এসপি মোহাম্মদ মিজানুর রহমান উদ্যোগ নেন পথশিশু ও অভুক্তদের খাওয়ানোর। পাঁচমিশালি সবজিসহ মুরগির রোস্ট দিয়ে প্রতিদিন ২০০ মানুষকে খাওয়ানো হয়।

এসপি বলেন, পথশিশু ও অভুক্তদের মাঝে খাদ্য বিতরণের এ কার্যক্রম ১ জুলাই থেকে শুরু করে বুধবার শেষ করেছি। বিশ্বমানের সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ এবং পিবিআই প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশ করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।

সর্বশেষ খবর